উসুরিপদর গ্রামের বাসিন্দা যুধিষ্ঠির আমনাটায়া ধানের স্তূপ থেকে ধান সংগ্রহ করার পর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এই সময় গ্রামের জঙ্গল থেকে মৌমাছির একটি ঝাঁক তাঁকে আক্রমণ করে। যুধিষ্ঠির যথাসাধ্য চেষ্টা করে মৌমাছির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেন। বাড়িতে পৌঁছানোর পরপরই তাঁর পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত, তিনি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর আগেই মৃত হয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : অমিতাভের খুদে ভক্ত! সুপারস্টারের বাড়ির নিরাপত্তা বলয় টপকে পায়ে লুটিয়ে পড়ে কী চায় বলতে সে?
আরও পড়ুন : তেজি ঘোড়ার মতো টগবগে যৌন জীবন চান? প্রিয় মানুষের সঙ্গে চোখ বেঁধে চলুক এই ৫ খেলা
অসংখ্য মৌমাছির কামড়ে ওই ব্যক্তির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে আরও খারাপ হয় অবস্থা। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৌমাছির আক্রমণে যুধিষ্ঠিরের মৃত্যুর পর উসুরিপদর গ্রামে শোকের ছায়া নেমে আসে।