বুকে চাপ দিয়ে শরীরে অক্সিজেন চলাচল বাড়ানোর ব্যবস্থা করা হয় এই সিপিআর টেকনিকে। ৬ ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া দেশজুড়ে সিপিআর টেকনিক শেখানোর অনুষ্ঠান উদ্বোধন করেন। দেশজুড়ে প্রায় ১০ লক্ষ মানুষকে সিপিআর টেকনিক শেখানো হবে এই প্রোগ্রামে। এনসিআরবি-র তথ্য অনুযায়ী দেশে ১২.৫ শতাংশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।
আরও পড়ুন: শীতকালে মাথায় দলা দলা খুশকি দূর করার ওস্তাদ, সহজলভ্য এই পাতাটি চেনেন? খুবই পরিচিত
advertisement
গত ছয় মাসে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। এর থেকেও বেশি চমকে দেওয়ার মতো তথ্য হল বয়স। মৃতদের ৮০ শতাংশের বয়স ১১ থেকে ২৫ বছরের মধ্যে। সম্প্রতি গুজরাতের এই অবস্থা নিয়েই বেড়েছে উদ্বেগ। আর এই পরিস্থিতির মোকাবিলা করতেই নয়া উদ্যোগ নিয়েছিলেন ওই রাজ্যের শিক্ষামন্ত্রী কুবের দিনদোর। একটি কর্মশালাও করানো হয় সেখানে।
আরও পড়ুন: পটলের সঙ্গে পটলের বীজগুলি খাওয়া শরীরের জন্য ভাল না খারাপ? জানুন
ওই কর্মশালাতেও সিপিআর (কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন) শেখানো হয় দুই লাখ শিক্ষক ও অধ্যাপকদের। আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে বাঁচাতে সিপিআর কার্যকরী। তাই এই সিদ্ধান্ত নিয়েছিল গুজরাতের শিক্ষা দফতর। সেই মতো এবার গোটা দেশজুড়েই প্রায় ১০ লক্ষ মানুষকে সিপিআর টেকনিক শেখাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F