কলাইনারের মৃত্যুর আজ সকালে ট্যুইটারে শোকপ্রকাশ করলেন সোনিয়া গান্ধি ৷ করুণানিধির ছেলে স্টালিনের উদ্দেশে ট্যুইট করেন তিনি ৷ বলেন, করুণানিধির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ শুধু দেশ নয় ৷ বিশ্ব রাজনীতির দরবারে তাঁর অবদান অনস্বীকার্য ৷ রাজনীতির ক্ষেত্রে তাঁর অবদান তামিলনাড়ু তথা দেশের কাছে যথেষ্ট প্রশংসনীয় ৷ তিনি সবসময় সমাজের উন্নয়নের জন্য কাজ করতেন ৷ এছাড়াও সমাজের গরীব, পিছিয়ে পড়া শ্রেণীর জন্য তাঁর অবদান অনেকখানি ৷ রাজনীতি ছাড়াও তামিলনাড়ুর সংস্কৃতি এবং আর্টের উন্নয়নের জন্যও তিনি অনেক কিছু করেছেন ৷
advertisement
কলাইনারের মৃত্যু দেশের তো বটেই ৷ আমার জন্যও খুব দু:খের ৷ কারণ আমার রাজনৈতিক জীবনে আমি অনেক সাহায্য পেয়েছি ওনার থেকে ৷ সেটি কোনওদিন ভোলার নয় ৷ তিনি আমার কাছে পিতৃতুল্য ছিলেন ৷
যদিও কলাইনারের মৃত্যু আমার জন্য খুবই কষ্টের ৷ আমরা আর কোনওদিন দেখতে পাব না তাঁকে ৷ কিন্তু তিনি শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছেন ৷ কিন্তু তাঁর নেতৃত্ব হারাল দেশ ৷ যেটা সত্যিই দু:খের ৷