TRENDING:

আমার স্কুলের হামলার প্রতিশোধ নিতে লস্করে যোগ দিই: হেডলি

Last Updated:

হেডলির সাক্ষ্য যাচাইয়ের শুক্রবার তৃতীয় দিন। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে হেডলিকে জেরা করা চলছে। বৃহস্পতিবারই শিবসেনা প্রধান বাল থাকরেকে লস্করের খুনের ছকের কথা জানান হেডলি। এদিন জেরায় হেডলির স্বীকারোক্তি,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হেডলির সাক্ষ্য যাচাইয়ের শুক্রবার ছিল তৃতীয় দিন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যেমে হেডলিকে জেরা করা হয়। বৃহস্পতিবারই হেডলি সোজাসুজি জানান শিবসেনা প্রধান বাল ঠাকরেকে খুনের ছক ছিল লস্করের ৷ এদিনের স্বীকারোক্তিতে তিনি আরও জানান, ১৯৭১ সালে তাঁর স্কুলে হামলা হয় ৷ তার প্রতিশোধ নিতেই লস্করে যোগ দেন তিনি। সেই সঙ্গে হেডলির বক্তব্য, ছোটবেলা থেকে ভারতীয়দের ঘৃণা করতেন বলে তিনি অনুতপ্ত।  অন্যদিকে, হেডলির ঘটনায়  আইনজীবী আবদুল ওয়াহাব খানকে ভর্ৎসনা করেন বিচারক। কোন  জেলে রাখা হয়েছে হেডলিকে, প্রশ্নের জেরে আইনজীবীকে ভর্ৎসনা করেন তিনি।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
আমার স্কুলের হামলার প্রতিশোধ নিতে লস্করে যোগ দিই: হেডলি