ছয় বছর ধরে ঝুলে রয়েছে তিস্তা জলবন্টন চুক্তি। চুক্তি চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশে ক্রমেই তীব্র হচ্ছে হাসিনা বিরোধিতা। তিস্তা সমাধান না হলে ক্ষমতা হারানোর আশঙ্কাও রয়েছে হাসিনা প্রশাসনের। এবারের ভারত সফরেও তিস্তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও প্রধানমন্ত্রী মোদি দ্রুত তিস্তা চুক্তি করার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
মোদির এই আশ্বাসই ভরসা রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তিতে সম্মতি দেন কি না, সে দিকেই তাকিয়ে হাসিনা। কারণ, মোদি সরকার জানিয়ে দিয়েছে মমতার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে তিস্তা চুক্তি।
advertisement
তিস্তার বদলে তোর্সা-সহ একাধিক বিকল্প নদীর প্রস্তাব দিয়েছেন মমতা। কিন্তু, সেই বিকল্প প্রস্তাব নিয়ে তেমন উৎসাহী যে বাংলাদেশ নয়, সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2017 2:20 PM IST