TRENDING:

Councilor Cleans Drain: ড্রেনের কাদায় মাখামাখি, তারপর দুধে স্নান কাউন্সিলরের! কী ঘটল হঠাৎ? ভাইরাল ভিডিও

Last Updated:

Councilor Cleans Drain: কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে আসার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অনিল কাপুরের 'নায়ক' সিনেমার কথা মনে আছে? গুন্ডাদের সঙ্গে মারপিট করে কাদা মাখার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন আমজনতা। সিনেমার সেই দৃশ্যই যেন এবার ফিরিয়ে আনলেন আপ নেতা তথা পূর্ব দিল্লির কাউন্সিলর হাসিব-উল-হাসান। রাস্তার পাশের ড্রেনের বেহাল অবস্থা দেখে নিজেই তিনি নেমে পড়েছিলেন তা পরিষ্কার করতে। আর কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে আসার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্কে।
আপ কাউন্সিলরের দুধ স্নান
আপ কাউন্সিলরের দুধ স্নান
advertisement

advertisement

প্রসঙ্গত, সামনেই রয়েছে দিল্লিতে পুরসভা নির্বাচন। নির্বাচনী প্রচার শুরু না হলেও ইতিমধ্যেই আপ, বিজেপি, কংগ্রেস নেতারা নেমে পড়েছেন জনসংযোগে। কিন্তু তা করতে গিয়ে আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান যা করলেন, তা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকা দিয়ে যাওয়ার সময় ড্রেনের চারপাশে জমা ময়লা, জল উপচে পড়তে দেখেন ওই কাউন্সিলর। আর তা দেখা মাত্রই নিজেই তা পরিষ্কার করতে এগিয়ে আসেন।

advertisement

আরও পড়ুন: উত্তর প্রদেশ পুলিশের কাছে এল ভয়ংকর ইমেল, গোটা দিল্লিজুড়ে জারি হাই অ্যালার্ট!

তবে, ওই কাউন্সিলর যখন ড্রেন পরিষ্কার করেছিলেন, স্থানীয় বাসিন্দাদের তার ভিডিও করে নেন। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাদা কুর্তা পরে ওই কাউন্সিলর বুক অবধি জমা কাদাজলে নেমে পড়ে তা পরিষ্কার করছেন। তাঁর হাত ধরে রয়েছেন দুজন।

advertisement

আরও পড়ুন: কী ভয়ঙ্কর! দাউদাউ করে জ্বলছে সব, রামপুরহাটের এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ্যে! দেখুন...

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

আশ্চর্যজনক ভাবে অন্য কাউকে নয়, কাউন্সিলর স্বয়ং নিজেই জমা ময়লা, কাদা পরিষ্কার করছেন ড্রেন থেকে। এরপর পুরোপুরি কাদায় মেখে তিনি যখন উপরে উঠে আসেন, আপ কর্মী-সমর্থকরা তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন। সেখানে যোগ দেন বেশ কয়েকজন এলাকাবাসীও।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Councilor Cleans Drain: ড্রেনের কাদায় মাখামাখি, তারপর দুধে স্নান কাউন্সিলরের! কী ঘটল হঠাৎ? ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল