TRENDING:

Panipat News: ‘কেন আমার চেয়েও বেশি সুন্দর..,’ তাই ফুটফুটে ৩টে বাচ্চাকে খুন! ছাড়েনি নিজের পেটের ছেলেকেও, পানিপতে প্রকাশ্যে সিরিয়াল কিলার পুনম

Last Updated:

এই প্রত্যেকটা মৃত্যুই দুর্ঘটনা মনে করেছিল পুনমের পরিবার৷ কিন্তু, বিধির মৃত্যুর পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সব কথাই স্বীকার করে নিয়েছে পুনম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানিপত: প্রথমে ভাসুরের ৯ বছরের মেয়ে৷ নিজের ৩ বছরের ছেলে৷ তুতো ভাইয়ের ৬ বছরের মেয়ে৷ সব শেষে আরেক তুতো ভাইয়ের মেয়ে৷ পর পর ৪টে শিশুকে খুন৷ চারজনকেই ড্রামের জলে ডুবিয়ে৷ হরিয়ানার পানিপতে ধরা পড়ল ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার৷ নাম পুনম, দেখতে সাধারণ গরিব ঘরের গ্রামের এক মহিলা৷ কিন্তু, আদতে খুনি৷
News18
News18
advertisement

পুলিশ জানিয়েছে, ৬ বছরের বিধি এবং নিজের ছেলে শুভম সহ ৪টি শিশুকে টাবের জলে ডুবিয়ে খুন করার কথা স্বীকার করেছে পুনম৷ পুলিশের কাছে পুনম জানিয়েছে, তার পরিবারে কেউ তার চেয়েও বেশি সুন্দর হয়, তা সে সহ্য করতে পারে না৷ সেই হিংসা থেকেই পর পর খুন৷

আরও পড়ুন: ‘৯ বছর পরে চাকরি গেলে…,’ পরিবারের কথা মনে করালো হাইকোর্ট! আবির উচ্ছ্বাসে ভাসলেন প্রাথমিক শিক্ষকেরা

advertisement

গত সোমবারের ঘটনা৷ হরিয়ানার সোনিপতের নাউলথা গ্রাম৷ গোটা গ্রামই যেন একটা বিয়ে নিয়ে মেতে রয়েছে৷ সেই বিয়েতে সুন্দর সেজেগুজে ফুরফুর করে প্রজাপতির মতো যেন ঘুরে বেরাচ্ছিল ৬ বছরের ছোট্ট মেয়েটা, বিধি৷ পানিপতের ইসরানা থেকে নাগাদ দাদু পাল সিং, ঠাম্মা ওমবতী, বাবা সন্দীপ, মা এবং ১০ মাসের ছোট ভাইয়ের সঙ্গে আত্মীয়ের বিয়ের বাড়িতে বেরাতে এসেছিল৷ সেই নিষ্পাপ প্রাণ কি জানত, এখানেই লেখা রয়েছে তার মৃত্যু৷

advertisement

সোমবার তখন দুপুর দেড়টা৷ বরযাত্রী আসায় বিয়ের বাড়ির সবাই গিয়ে জড়ো হয় বাড়ির বাইরেটায়৷ সেই সময় পুনম দেখে বিধি সিঁড়ি দিয়ে ছাদে উঠছে৷ সে-ও তখন পিছু পিছু ছাদে ওঠে৷ তারপর বাচ্চাটার সঙ্গে গল্প করতে শুরু করে দেয়৷ তারপর যখন দেখে বিধিও তার সঙ্গে বেশ মিশে গেছে, তখন পুনম তাকে স্টোর রুমের পাশে থাকা একটা নীল প্লাস্টিকের টাবে রাখা জলে নিচু হয়ে দেখতে বলে বলে৷ আর বিধি সেটা করতেই পুনম তার ঘাড়-মাথা জোর করে জলের নীচে চেপে ধরে জলের নীচে৷ তারপর বিধি নিস্পন্দ হয়ে গেলে সে বাইরে থেকে স্টোর রুমের দরজা বন্ধ করে নীচে নেমে আসে৷

advertisement

এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে খোঁজ পরে বিধির৷ খোঁজ পড়ে গোটা বিয়ের বাড়ি ধরে৷ তারপর বিধির ঠাকুমা স্টোররুমের কাছে গিয়ে খুঁজতে যান, দেখেন দরজা বাইরে থেকে বন্ধ৷ খুলতেই দেখেন, তাঁর নাতনির মাথা জলে ডোবানো, আর পা মাটিতে৷

আরও পড়ুন: ‘জটিল নয়, SIR প্রক্রিয়া হতে হবে সহজ-স্বচ্ছ,’ নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সাংসদদের মনে করালেন মোদি

advertisement

এরপর দ্রুত শিশুটিকে স্থানীয় এনসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, ততক্ষণে সব শেষ৷ পুলিশ খুনের তদন্ত শুরু করতেই সামনে আসে বিধির পিসি পুনমের আসল রূপ৷

২০২৩ সালে পুনম প্রথমে তার জা’য়ের ৯ বছরের মেয়ে ইশিকাকে চৌবাচ্চায় ডুবিয়ে খুন করে৷ এরপর যাতে তার শ্বশুরবাড়ির লোক তাকে সন্দেহ না করে, সে নিজের ৩ বছরের ছেলেকেও একই ভাবে খুন করে৷ তারপর চলতি বছরের অগাস্ট মাসে সে তার তুতো ভাইয়ের ৬ বছরের মেয়ে, জিয়াকে খুন করে৷ কারণ, তার মনে হয়েছিল ওই ছোট্ট মেয়েটা তার চেয়ে বেশি সুন্দর৷

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

এই প্রত্যেকটা মৃত্যুই দুর্ঘটনা মনে করেছিল পুনমের পরিবার৷ কিন্তু, বিধির মৃত্যুর পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সব কথাই স্বীকার করে নিয়েছে পুনম৷

বাংলা খবর/ খবর/দেশ/
Panipat News: ‘কেন আমার চেয়েও বেশি সুন্দর..,’ তাই ফুটফুটে ৩টে বাচ্চাকে খুন! ছাড়েনি নিজের পেটের ছেলেকেও, পানিপতে প্রকাশ্যে সিরিয়াল কিলার পুনম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল