TRENDING:

Haryana News: প্রেমিকের সঙ্গে ‘অশ্লীল’ নাচ স্ত্রী-র ! ভিডিও দেখে নিজেকেই শেষ করলেন স্বামী

Last Updated:

Haryana Man Sees Wife’s ‘Sensual Dance’ Video With Lover, Kills Self: অশ্লীল অঙ্গভঙ্গি করে প্রেমিকের সঙ্গে নাচ করছেন স্ত্রী। সেই মুহূর্তের ভিডিও স্বামীকে পাঠিয়েও দিলেন। তা দেখেই নিজেকে শেষ করলেন হরিয়ানার ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রোহতক, হরিয়ানা: স্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিক ৷ অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত দু’জন ৷ করছেন অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচও ! সেই মুহূর্তের ভিডিও নিজের স্বামীকে পাঠালেন স্ত্রী ৷ যা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি স্বামী ৷ আত্মহত্যার পথই বেছে নিলেন হরিয়ানার ওই যুবক ৷
ভিডিও দেখে নিজেকেই শেষ করলেন স্বামী (Photo: X)
ভিডিও দেখে নিজেকেই শেষ করলেন স্বামী (Photo: X)
advertisement

ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। পুলিশ জানিয়েছে, স্ত্রী দিব্যা ও তাঁর প্রেমিক দীপকের কেচ্ছা ফাঁস হতেই আত্মহত্যা করেছেন ওই যুবক। একটি ভিডিও শেয়ার করে আত্মহত্যার কারণ জানিয়েছেন তিনি। এমন ঘটনা প্রথমবার নয় ৷ দিনের পর দিন হত বলেই জানা গিয়েছে ৷ প্রেমিকের সঙ্গে মিলে স্ত্রী দিনের পর দিন মানসিক নির্যাতন করে গিয়েছেন তাঁকে ৷ অবশেষে নিজেকে শেষ করে দেওয়ারই সিদ্ধান্ত নেন স্বামী ৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় যুবকের স্ত্রীর নাচের ওই ভিডিও এখন ভাইরাল ৷

advertisement

আরও পড়ুন– ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর যশস্বী জয়সওয়ালকে খোঁচা ! হারের জোড়া কারণ খেলা শেষে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

আরও পড়ুন– মুক্তির চতুর্থ দিনেই ইতিহাস, বিশ্বব্যাপী অসাধারণ রেকর্ড ! আমির খানের ছবি সিনেমা হলে ফেরাল দর্শকদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ভিডিওবার্তায় যুবক জানিয়েছেন, সেদিন তাঁর স্ত্রী একটি ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। যেখানে দেখা গেছে, দীপকের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করছেন দিব্যা। এমনকী অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। প্রেমিকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই আত্মহত্যা করেন। যুবক এও জানিয়েছেন, ২০১৯ সালে দিব্যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। এরপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় দিব্যা জানিয়েছিলেন, তিনি আহমেদাবাদে হোটেল ম্যানেজার হিসেবে কাজ করেন। কিন্তু বিয়ের পর জানান, তিনি মুম্বইয়ে বার ডান্সার হিসেবে কাজ করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Haryana News: প্রেমিকের সঙ্গে ‘অশ্লীল’ নাচ স্ত্রী-র ! ভিডিও দেখে নিজেকেই শেষ করলেন স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল