IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর যশস্বী জয়সওয়ালকে খোঁচা ! হারের জোড়া কারণ খেলা শেষে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shubman Gill After Loss: ঠিক কী কারণে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারতে হয়েছে তা স্পষ্টই জানিয়েছেন শুভমন গিল। লিডসে মঙ্গলবার ৫ উইকেটে হারের জোড়া কারণ খুঁজে পেয়েছেন তিনি। খেলা শেষে তা খোলসা করেছেন ভারত অধিনায়ক।
আশা জাগিয়েও পারল না ভারত। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরেই গেলেন শুভমন গিলেরা। শেষ দিন মেঘলা আবহাওয়াও কাজে লাগাতে পারলেন না জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজেরা। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই কমে যাবে ভারতের। ম্যাচ শেষে হারের কারণও খোলসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল ৷
advertisement
advertisement
শুভমন গিল বলেছেন, ‘‘ভাল টেস্ট ম্যাচ ছিল। ক্যাচ ছেড়ে দেওয়া, কিছু অতিরিক্ত রান দেওয়া আমাদের জন্য অনেকটাই ‘এক্সপেনসিভ’ হয়ে গেল। আমরা তাদের ৪৩০ রানের টার্গেট দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আমাদের শেষের দিকের উইকেটগুলো তাড়াতাড়ি পড়ে গেল। এটা সহজ ছিল না। আমাদের এগিয়ে গিয়ে এতে উন্নতি করতে হবে। এই ধরনের উইকেট সহজে পাওয়া যায় না, কিন্তু আমাদের দল তরুণ। তাই আমাদের জন্য এটা শেখার বিষয়।’’ (Photo: AP)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement