তবে মনে করা হচ্ছে সীমান্তে পেরিয়ে নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত ৷ এই সূত্র ধরে ভারত নেপাল সীমান্তে ত্লাশি চালাচ্ছে হরিয়ানা পুলিশ ৷ ওই এলাকা থেকে হরিয়ানার নম্বর প্লেট লাগানো একটি গাড়ি উদ্ধার করা হয়েছে ৷ তবে গাড়িটি কার সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷
হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হানিপ্রীতির সঙ্গে রয়েছেন রাম রহিমের তিন ঘনিষ্ঠ ব্যক্তিও ৷
advertisement
অন্য এক সূত্রের দাবি, ছদ্মবেশে অস্ট্রেলিয়া পালানোর চেষ্টা করছিলেন হানিপ্রীত ৷ সেই উদ্দেশ্যেই মুম্বইয়ের শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছিলেন তিনি ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ সেখান থেকেই নাকি পুলিশের জালে ধরা পড়েছেন হানিপ্রীত ৷ প্রিয়াঙ্কা তনেজা নামের জাল পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করা হানিপ্রীতকে গ্রেফতার করে নিরাপত্তার কারণেই গোপন জায়গায় নিয়ে গিয়েছে পুলিশ ৷
সূত্রের খবর, ২৫ অগাস্ট ধর্ষণে অপরাধী রাম রহিমকে আদালত ২০ বছরের কারাদণ্ড দেয়। পুলিশ হেফাজত থেকে রাম রহিমকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন হনিপ্রীত ৷ কিন্তু শেষে তাতে সফল হতে পারেননি তিনি ৷ পয়লা সেপ্টেম্বর তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয় ৷