TRENDING:

Haryana Assembly Polls: মুখ্যমন্ত্রী সাইনি’কে নিয়ে বড় চমক! হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র

Last Updated:

হরিয়াণা বিজেপির প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ ধনখড়, বর্তমানে যিনি দলের জাতীয় সম্পাদক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বদলী থেকে৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ঘনিষ্ঠ জগমোহন আনন্দকে দেওয়া হয়েছে খট্টরের আসন কার্নাল৷ খট্টর সরে যাওয়ার পরে এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী সাইনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিয়াণা: হাতে আর মাত্র এক মাস৷ আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে হরিয়াণার বিধানসভা নির্বাচন৷ আজ, ৫ সেপ্টেম্বর থেকে শুরু মনোনয়ন জমা দেওয়ার কাজ৷ ১২ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন৷ ১৩ সেপ্টেম্বর স্ক্রুটিনি৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর৷ ৫ অক্টোবর ভোটের পরে গণনা ৮-এ৷
নায়াব সিং সাইনি, অনিল বিজ
নায়াব সিং সাইনি, অনিল বিজ
advertisement

এরই মধ্যে ৯০ আসনের হরিয়াণা বিধানসভা ৬৭টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে পদ্ম শিবির৷ গত বুধবার প্রকাশিত এই তালিকায় বেশ কিছু উল্লেখযোগ্য বদল চোখে পড়েছে৷ যার মধ্যে প্রধান হল, হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির কেন্দ্র পরিবর্তন৷ চব্বিশের বিধানসভা নির্বাচনে লাডওয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ পাশাপাশি, হরিয়াণা মন্ত্রিসভার ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অনিল বিজ লড়বেন অম্বালা ক্যানটনমেন্ট কেন্দ্র থেকে৷

advertisement

অম্বালা ক্যানটনমেন্টের মেয়র শক্তিরানি শর্মা তথা  নব্বইয়ের দশকে মডেল জেসিকা লালের খুনের মামলায় সাজাপ্রাপ্ত মনু শর্মার মা’কে টিকিট দেওয়া হয়েছে কালকা কেন্দ্র থেকে৷ সম্প্রতি তিনি নিজের স্বামীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হরিয়াণা জনচেতনা পার্টি থেকে পদত্যাগ করে বিজেপি’তে যোগ দিয়েছিলেন৷

আরও পড়ুন: সুরক্ষিত ট্রেন পরিচালনের জন্য রেলওয়ে কর্মীদের ভার্চুয়াল রিয়ালিটি ও মিক্সড রিয়ালিটি প্রশিক্ষণ, চালু মডিউল

advertisement

এছাড়া, হরিয়াণা বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্তাকে পঞ্চকুলা থেকে, প্রাক্তন স্পিকার কনওয়াড় পাল গুর্জরকে জগধ্রি এবং তেজপাল তানওয়াড়কে সোহনা থেকে টিকিট দেওয়া হয়েছে৷

হরিয়াণা বিজেপির প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ ধনখড়, বর্তমানে যিনি দলের জাতীয় সম্পাদক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বদলী থেকে৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ঘনিষ্ঠ জগমোহন আনন্দকে দেওয়া হয়েছে খট্টরের আসন কার্নাল৷ খট্টর সরে যাওয়ার পরে এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী সাইনি৷

advertisement

advertisement

চলতি বছরের মার্চ মাসে মনোহরলাল খট্টরকে সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মে মাসে খট্টরের ছেড়ে দেওয়া কার্নাল আসনে উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন সাইনি। তার আগে ২০১৪ সালের বিধানসভা ভোটে অম্বালার নরসিংহগঢ় থেকে জিতেছিলেন তিনি।

আরও পড়ুন: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া

বিজেপি সূত্রের খবর, এবারের তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন বিজেপির ৯ বর্তমান বিধায়ক৷ এমনকি, এর মধ্যে একজন মন্ত্রীও রয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিজেপি ছাড়াও এর মধ্যে হরিয়াণা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৯ জনের তালিকা ঘোষণা করেছে জননায়ক জনতা পার্টি (জেজেপি)৷ আজাদ সমাজ পার্টির সঙ্গে জোট করেছে এই দল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Assembly Polls: মুখ্যমন্ত্রী সাইনি’কে নিয়ে বড় চমক! হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল