প্রাপ্ত তথ্য অনুযায়ী সুড়ঙ্গের কাছে বিনা কাপড়ের এই ইংরেজের শরীরে হালকা কয়েকটা চোট লেগেছিল৷ কেন সে বিনা কাপড়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল পুলিশ কর্মীদের এই প্রশ্নের কোনও উত্তর ওই বিদেশি দেয়নি৷ পুলিশ কর্মীরা আসতেই আশপাশ থেকে স্থানীয় লোকরাও সেখানে ভিড় জমায়৷ পুলিশ সকলের সাহায্য নিয়ে নগ্ন বিদেশিকে রেলওয়ে ট্র্যাক থেকে সরিয়ে দেয়৷
advertisement
আরও পড়ুন - Crime News: শিউরে ওঠার মতো ঘটনা, দ্বিতীয় স্ত্রী, ছেলে, মেয়েকে খুন করে মাটিতে পুঁতে রোজ কাজ করত...
ঠান্ডায় যেখানে বাঁচার জন্য একটার ওপর আরও একটা পোশাক চাপাচ্ছে, সেখানে এই ব্যক্তি হরিদ্বারে এই আজবভাবে ঘুরছে৷ সূত্রের খবর অনুযায়ী বিদেশি ব্যক্তি বিনা কাপড়ে ঘুরছে জেনে স্থানীয় পুলিশরা চেতক কর্মীদের ওই খানে পৌঁছে দেয়৷ তারা প্রথমে জামা কাপড় কিনে নিয়ে সেই বিদেশিকে পরিয়ে দেয়৷
আরও পড়ুন - বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করেছি! আদালতে দাঁড়িয়ে বোমা বলিউডের সুন্দরী নায়িকার, তোলপাড়
ওই বিদেশি ব্যক্তিকে এরপর হাসপাতালে ভর্তি করে দেয়৷ হরিদ্বারের কোতয়ালি প্রভারী ভাবনা কৈথুলা এই তথ্য চাওয়া হয় তিনি জানিয়েছেন ব্যক্তির নাম ডিসনেসেবিচ৷ সে বেলারুশের বাসিন্দা৷ ডিসনেসেবিচ নিজের বন্ধুর সঙ্গে পাইলট বাবা-র আশ্রমে রয়েছিল৷
ওই বিদেশির পরিস্থিতি ঠিক না থাকার কারণে পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়৷ পাইলট বাবা-র আশ্রমে থাকা তাঁর বন্ধুর কাছে খবর পাঠিয়ে দেওয়া হয়৷ পরে ডিসনেসেবিচকে তাঁর বন্ধুর সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হয়৷
