TRENDING:

Hardik Patel: জল্পনা শেষ, হার্দিক প্যাটেল এবার মোদির সৈনিক! বৃহস্পতিবারই প্রকাশ্যে সবকিছু

Last Updated:

Hardik Patel: বৃহস্পতিবার সকালেই হার্দিক ট্যুইটারে লিখেছেন, ''জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জনস্বার্থ ও সামাজিক স্বার্থের অনুভূতি নিয়ে আজ থেকে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। ভারতের সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদির নেতৃত্বে জাতির সেবার মহৎ কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সুরবদল করেছিলেন আগেই, এবার জল্পনা সত্যি করে বিজেপি-তে যোগ দিতে চলেছেন গুজরাতের নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel) ! নিজের দল কংগ্রেসকেই তুলোধনা করে দিন কয়েক আগেই দল ছেড়েছিলেন গুজরাতের এই তরুণ পাতিদার নেতা! বদলে তাঁর মুখে শোনা গিয়েছিল বিজেপি-র বন্দনা! কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল, যিনি তিন বছর ধরে তার দল দ্বারা উপেক্ষিত হওয়ার অভিযোগ করছেন, সেই তাঁর মুখেই গুজরাত নির্বাচনের কয়েক মাস আগে বিজেপির প্রশংসা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। বৃহস্পতিবার সেই হার্দিকই যোগ দিতে চলেছেন বিজেপি-তে!
আজই বিজেপিতে হার্দিক
আজই বিজেপিতে হার্দিক
advertisement

advertisement

বৃহস্পতিবার সকালেই হার্দিক ট্যুইটারে লিখেছেন, ''জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জনস্বার্থ ও সামাজিক স্বার্থের অনুভূতি নিয়ে আজ থেকে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। ভারতের সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদির নেতৃত্বে জাতির সেবার মহৎ কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।'' অর্থাৎ, পাতিদার নেতা নিজেই স্পষ্ট করে দিয়েছেন, আজই বিজেপি-তে যোগ দিচ্ছেন তিনি।

advertisement

আরও পড়ুন: আজ ইডি-র কাছে হাজিরা দেওয়ার কথা, যা করলেন রাহুল গান্ধি! আলোড়ন দেশজুড়ে

দিন কয়েক আগেই হার্দিক বলেছিলেন, "বিজেপি রাজনৈতিকভাবে সাম্প্রতিক যে সিদ্ধান্তগুলি নিয়েছে, আমাদের মেনে নিতে হবে যে তাদের এই ধরনের পদক্ষেপ নেওয়ার শক্তি রয়েছে। আমি বিশ্বাস করি তাদের পক্ষ না নিয়ে বা তাদের প্রশংসা না করেও, আমরা অন্তত সত্যটি স্বীকার করতে পারি। যদিও কংগ্রেস গুজরাতে শক্তিশালী, তারপরেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করতে হবে।” কংগ্রেসকে শক্তিশালী বলার পরও অবশ্য সেই শক্তি কমিয়ে বিজেপিতে চললেন সেই হার্দিক।

advertisement

আরও পড়ুন: দাদার গুগলি! রাজনীতিতে সৌরভ? নাকি অন্য কিছু? আসল ব্যাপারটা কী!

সেরা ভিডিও

আরও দেখুন
অসম্ভব নিয়ন্ত্রণ! মুগ্ধ করা জাগলিং, এবার বাঁকুড়া কাপালেন জাগলার বিপাশা বৈষ্ণব
আরও দেখুন

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষ আদালত হার্দিককে স্বস্তির খবর শুনিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবার থেকে হার্দিক নির্বাচনে লড়তে পারবেন। আর তার ঠিক পরই হার্দিকের এমন সুরবদলে অনেকেই অন্য রসায়ন খোঁজার চেষ্টা করছিলেন। তবে কি এবার কংগ্রেস ছেড়ে BJP-র দিকে ঝুঁকছেন এই তরুণ নেতা! সেই গুঞ্জন শুরু হয়েছিল দিন কয়েক আগে থেকেই। সেই গুঞ্জন এবার থামল। বিজেপি-তেই যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Hardik Patel: জল্পনা শেষ, হার্দিক প্যাটেল এবার মোদির সৈনিক! বৃহস্পতিবারই প্রকাশ্যে সবকিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল