বিশিষ্ট পাতিদার নেতা আবারও তাঁর দল এবং রাজ্য কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করেছেন। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন হার্দিক, এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তিনি। তবে, হার্দিক স্বীকার করে নিয়েছেন, "কিছু জিনিস যা বিজেপি সম্পর্কে ভালো এবং আমাদের তা স্বীকার করতে হবে।"
আরও পড়ুন: নর্দমায় এ কী ঘুরে বেড়াচ্ছে! কোচবিহারে বিপুল উচ্ছ্বাস, কী এমন মিলল?
advertisement
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে হার্দিক বলেন, "বিজেপি রাজনৈতিকভাবে সাম্প্রতিক যে সিদ্ধান্তগুলি নিয়েছে, আমাদের মেনে নিতে হবে যে তাদের এই ধরনের পদক্ষেপ নেওয়ার শক্তি রয়েছে ওদের। আমি বিশ্বাস করি যে তাদের পক্ষ না নিয়ে বা তাদের প্রশংসা না করেও, আমরা অন্তত সত্যটি স্বীকার করতে পারি। যদিও কংগ্রেস গুজরাতে শক্তিশালী, তারপরেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করতে হবে।”
আরও পড়ুন: বাছুরকে বাঁচাতে গিয়ে সরকারি বাসের চালক যা করলেন, তুমুল আতঙ্ক বেলপাহাড়িতে!
প্রসঙ্গত, দিনকয়েক আগেই দেশের শীর্ষ আদালত হার্দিককে স্বস্তির খবর শুনিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবার থেকে হার্দিক নির্বাচনে লড়তে পারবেন। আর তার ঠিক পরই হার্দিকের এমন সুরবদলে অনেকেই অন্য রসায়ন খোঁজার চেষ্টা করছেন। তবে কি এবার কংগ্রেস ছেড়ে BJP-র দিকে ঝুঁকছেন এই তরুণ নেতা! এই প্রেক্ষাপটে শুধুমাত্র নিজের দলের সমালোচনা করেই ক্ষান্ত হননি গুজরাতের প্রদেশ কংগ্রেস সভাপতি। হার্দিকের মুখে বিজেপির গুণগানও শোনা গিয়েছে। এমনকী গুজরাতে বিজেপি ভালো কাজও করছে বলে জানান তিনি। স্বাভাবিক ভাবেই হার্দিককে নিয়ে এখন জোর জল্পনা।