TRENDING:

Gujarat Election Result: গুজরাতে কত আসনে জয়ী হবে বিজেপি ? ফল ঘোষণার আগেই জানিয়ে দিলেন হার্দিক প্যাটেল

Last Updated:

শুধ তাই নয় বিজেপি কতগুলি আসন পেতে চলেছে সেই বিষয়েও জানিয়ে দিয়েছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হলে গুজরাতে টানা সপ্তমবার ক্ষমতায় আসবে বিজেপি ৷ কিন্তু গুজরাতের মসনদে এবারও কি বিজেপি নাকি এক্সিট পোলের পূর্বাভাস বদলে দেবে কংগ্রেস ? আবার অন্যদিকে সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে চমকে দিয়ে দিতে চলেছে কী আপ ? বৃহস্পতিবার অর্থাৎ আজ সারাদিনই সকলের নজর থাকবে সেই দিকে ৷ তবে গণনা শুরু হতেই কিছুটা ধোঁয়াশা কেটে যেতে চলেছে ৷
advertisement

এবারের নির্বাচন নিয়ে বেশ অনেকটাই কনফিডেন্ট বিজেপি ৷ বিজেপির স্টার প্রার্থী হার্দিক প্যাটেল এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গুজরাতে জয় লাভ করে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার ৷ শুধ তাই নয় বিজেপি কতগুলি আসন পেতে চলেছে সেই বিষয়েও জানিয়ে দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: টাকা যেন জলে না যায়, বিনিয়োগ করার সময় ভুলেও করা উচিত নয় এই ৮ ভুল!

advertisement

এএনআই-কে হার্দিক জানিয়েছেন, গুজরাতে বিজেপি প্রায় ১৩৫-১৪৫টি আসন পেতে চলেছে ৷ তিনি আরও জানান, ‘আমাদের দল নিশ্চিত ভাবে সরকার গড়তে চলেছে ৷ আপনাদের কোনও সন্দেহ রয়েছে ?’ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে রয়েছেন হার্দিক প্যাটেল বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: রেপো রেটে ফের এক দফা বৃদ্ধি, আরও বাড়তে পারে ব্যাঙ্ক ঋণে সুদের হার

তিনি আরও বলেছেন,‘গুজরাতে কাজের উপর নির্ভর করে সরকার তৈরি হচ্ছে ৷ গত ২০ বছরে এই রাজ্যে কোনও দাঙ্গা বা আতঙ্কবাদী হামলা হয়নি ৷ সাধারণ মানুষ জানেন বিজেপি তাদের সমস্ত প্রতিশ্রুতি রেখেছে ৷ মানুষ পদ্ম চিহ্ণে ভোট দেন নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য ৷ ’

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গুজরাতে দুটি দফায় ভোটগ্রহণ হয়েছে ৷ ৩৩টি জেলায় ১৮২ বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছিল ১ ও ৫ ডিসেম্বর ৷ ১৮২ আসনের জন্য ৩৭ গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে কাউন্টিং ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Election Result: গুজরাতে কত আসনে জয়ী হবে বিজেপি ? ফল ঘোষণার আগেই জানিয়ে দিলেন হার্দিক প্যাটেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল