TRENDING:

কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের আগেই ইস্তফা দিলেন মোদি সরকারের ৬ মন্ত্রী

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ৷ তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ৷ তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা ৷ কিন্তু তার আগেই মোদি সরকারের ৬ মন্ত্রী ইস্তফা দিয়ে দিয়েছেন ৷ সূত্রের খবর, নীতিন গডকরি রেলমন্ত্রী হতে পারেন ৷ একের পর এক রেল দুর্ঘটনার জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে সুরেশ প্রভুকে ৷ রেলের বদলে তাঁকে পরিবেশ মন্ত্রণালয় দেওয়া হতে পারে ৷
advertisement

জানা গিয়েছে, ইস্তফা দিয়েছেন উমা ভারতী, রাজীব প্রতাপ রুডি, কলরাজ মিত্র, ফগ্গন সিং, সঞ্জীব বালিয়ান ও নির্মলা সীতারামন। নতুন মুখ আনতে চাইছেন মোদি ৷ সেই জন্যেই এই রদবদল বলে মনে করা হচ্ছে ৷ বাণিজ্য মন্ত্রী থেকে সম্ভবত BJP-র প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পেতে পারেন তিনি। আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অন্যদিকে দলীয় সংগঠনের দায়িত্ব পেতে চলেছেন রাজীব প্রতাপ রুডি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রধানমন্ত্রীর চিন সফরের আগেই মন্ত্রিসভা রদবদল করা হবে বলে মনে করা হচ্ছে ৷ এই বিষয়ে বেশ কয়েকদিন ধরেই BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বৈঠক করছেন ৷ আজও ৮ মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের আগেই ইস্তফা দিলেন মোদি সরকারের ৬ মন্ত্রী