TRENDING:

Earthquake: আতঙ্কের রাত, ভয়ের প্রতিটা মুহূর্ত ভাবলে শিউরে উঠছে সবাই, বিবরণ দিলেন বাসিন্দারা

Last Updated:

Earthquake: ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লি এনসিআর এবং উত্তর ভারতের  আফগানিস্তানে বলে জানানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়ালিয়র:  এক ভয়ঙ্কর আতঙ্কের রাত , প্রাণ ভয়ে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ৷ গভীর রাতে হঠাৎ করেই কোনও কোনও এলাকায় মাটি কাঁপতে শুরু করলে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে যায়। আধ মিনিটেরও বেশি সময় ধরে যখন মাটি কাঁপছিল তখন সবার মুখে প্রচণ্ড আতঙ্কের ছাপ। এটা গোয়ালিয়রের ছবি৷ জানা গেছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা প্রায় ৬.৫ মাপা হয়েছে।
গোয়ালিয়রে ভূমিকম্প - Photo- Representative
গোয়ালিয়রে ভূমিকম্প - Photo- Representative
advertisement

মঙ্গলবার রাত আনুমানিক ১০:২৩, যখন লোকেরা তাদের বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ মাটি -ঘর সবকিছু কাঁপতে  শুরু করে। লোকে বলে, এভাবে কাঁপছিল, মনে হচ্ছিল মানুষজন নিজেরাই কাঁপছে। গোয়ালিয়রের রবি নগর এলাকার ফ্ল্যাটে ফ্যান যেন আপনা আপনিই চলছিল৷  যা দেখে লোকজন আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে।

আরও পড়ুন -  IND vs AUS: প্লেয়িং ইলেভেনে জায়গা পাননি, কেএল রাহুল হঠাৎ বেরোতেই ইশান কিষাণকে ডাকলেন রোহিত

advertisement

বিবেক অবস্থি, যিনি রবি নগরের একটি ফ্ল্যাটে থাকেন, বলেছিলেন যে রাত প্রায় ১০:১৫ বা ১০:২০ হবে, যখন হঠাৎ কম্পন অনুভূত হয়। ‘‘যেন মাটি কাঁপছে, দেখলাম আলমারির তালাটা ধীরে ধীরে কাঁপছে।  এরপর হঠাৎ মৃদু ঝাঁকুনি অনুভূত হয়, তার পর সিলিং ফ্যানটিও কাঁপতে থাকে।’’

আরও পড়ুন -  Weather Forecast|| হঠাৎ হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রবিদ্যুতের দাপট, ঝোড়ো হাওয়ায় জীবন নাকাল

advertisement

‘‘পরিবারের সবাই ভয় পেয়ে গেল এবং আমরা সবাই উপর থেকে ফ্ল্যাট খালি করে নীচের মাটিতে পৌঁছে গেলাম। আরও বেশি লোককে অবহিত করেছেন। সবাই বাড়িঘর ছেড়ে রাস্তায় এসেছে। এ অবস্থায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, তখনই দেশের অন্যান্য স্থানে ভূমিকম্পের খবর পাচ্ছিলাম। তখনই  আমাদের বিভ্রান্তি দূর হল।’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লি এনসিআর এবং উত্তর ভারতের  আফগানিস্তানে বলে জানানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: আতঙ্কের রাত, ভয়ের প্রতিটা মুহূর্ত ভাবলে শিউরে উঠছে সবাই, বিবরণ দিলেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল