ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নাগিরিতে, মেয়েটি চলতি বছরের জুন মাস থেকে গুরুকুলে ভর্তি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, মেয়েটির ভর্তি হওয়ার এক সপ্তাহ পর থেকেই যৌন নির্যাতন শুরু হয়েছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মেয়েটি তার বাবাকে নির্যাতনের কথা বলে এবং গুরুকুলের প্রধান এবং সেখানের শিক্ষক প্রীতেশ প্রভাকর কাদামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলে। ওই কিশোরী বলেছিল, “যখনই আমি ঘরে একা থাকতাম, উনি ঢুকে আমাকে ঘুষি মারতেন এবং আমার বুকে স্পর্শ করতেন,”।
advertisement
আরও পড়ুন: ‘কেউ এক টাকাও দেয় না, তা সত্ত্বেও আমরা কাজ করছি’, উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা
অভিযুক্তেরা ওই তরুণীকে হুমকি দেয় এই ঘটনা প্রকাশ করলে ‘ভয়ঙ্কর পরিণতি’র হুমকি দেয়। নির্যাতিতা এবং তার ভাইকে খুনেরও হুমকি দেওয়া হয়, তবে নির্যাতন থামেনি ওই গুরুকুলে। শেষে অতীষ্ঠ হয়ে মেয়েটি বাড়িতে সব জানায়। মেয়েটির বাবার অভিযোগ অনুযায়ী, পুলিশ পকসো আইনে গুরুকুলের প্রধান এবং শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করেছে। অভিযুক্তদের দুজনকে গ্রেফতার করা হয় এবং দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।