TRENDING:

Gurmeet Ram Rahim: একুশ দিনের জন্য জেল মুক্তি রাম রহিমের, নেপথ্যে পঞ্জাবের ভোট?

Last Updated:

পঞ্জাবের একটা বড় অংশে এখনও রাম রহিমের অনুগামী ও ভক্তের সংখ্যা উল্লেখযোগ্য৷ ফলে রাম রহিমকে একুশ দিনের জন্য মুক্তির যে সিদ্ধান্ত হরিয়ানা সরকার নিয়েছে, তার পিছনে ভোটের অঙ্ক দেখছেন অনেকেই (Gurmeet Ram Rahim Release:)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: একুশ দিনের জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন ডেরা সচ্চা সওদার প্রধান ধর্মগুরু গুরমীত রাম রহিম (Gurmeet Ram Rahim)৷ এই মুহূর্তে নিজের ম্যানেজার এবং একজন সাংবাদিককে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন তিনি৷ পাশাপাশি ধর্ষণের মামলাতেও কুড়ি বছরের জেলের সাজা হয়েছে তাঁর৷
গুরমীত রাম রহিম৷
গুরমীত রাম রহিম৷
advertisement

হরিয়ানার জেলে বন্দি ছিলেন রাম রহিম৷ পঞ্জাব নির্বাচনের (Punjab Elections 2022) ঠিক আগে তাঁর এই জেলমুক্তির ঘটনার পিছনে অবশ্য রাজনৈতিক অঙ্ক দেখছেন অনেকেই৷ কারণ হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি৷ আর পঞ্জাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস৷ পঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি৷

আরও পড়ুন: আপনার তেজ যাঁদের দেখার, তাঁরা দেখে নিয়েছেন, অতিরিক্ত করছেন কেন, অধীরকে কটাক্ষ মোদির

advertisement

পঞ্জাবের একটা বড় অংশে এখনও রাম রহিমের অনুগামী ও ভক্তের সংখ্যা উল্লেখযোগ্য৷ ফলে রাম রহিমকে একুশ দিনের জন্য মুক্তির যে সিদ্ধান্ত হরিয়ানা সরকার নিয়েছে, তার পিছনে ভোটের অঙ্ক দেখছেন অনেকেই৷

এর আগেও অবশ্য তিন বার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম৷ তবে সেক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের অসুস্থ মাকে দেখার জন্য জেল থেকে বেরনোর অনুমতি দেওয়া হয় তাঁকে৷ যদিও এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার অবশ্য রাম রহিমের জেল মুক্তির সঙ্গে নির্বাচনী অঙ্কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ তাঁর দাবি, নিয়ম মেনেই রাম রহিমকে মুক্তি দেওয়া হচ্ছে৷

advertisement

আরও পড়ুন: একশো বছরেও ক্ষমতা আসার ইচ্ছে নেই! লোকসভায় কংগ্রেসকে তুলোধনা করলেন মোদি

পঞ্জাবের মালওয়া অঞ্চলে রাম রহিমের ডেরা সংগঠনের অনুগামীরা রয়েছেন৷ এই অঞ্চলে মোট ৬৯টি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ পঞ্জাবে মোট ১১৭টি বিধানসভা রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ফলে মালওয়া অঞ্চলের ৬৯টি বিধানসভা কেন্দ্রের ফল সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ এবারের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস, বিজেপি, আপ সহ সব দলের নেতারাই ডেরা অনুগামীদের সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করেছেন৷ কারণ ডেরা অনুগামীরা সাধারণত এই নেতাদের পরামর্শ মেনেই ভোট দেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gurmeet Ram Rahim: একুশ দিনের জন্য জেল মুক্তি রাম রহিমের, নেপথ্যে পঞ্জাবের ভোট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল