TRENDING:

Pahalgam Terror Attack: ঘোড়ায় চড়ে ঘুরছিলেন পর্যটকরা, হঠাৎ পাইন বন থেকে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি! পহলগাঁওয়ে কী ঘটল?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পহলগাঁও: সবুজে ঘেরা পহলগাঁওয়ের উপত্যকায় তখন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন বহু পর্যটক৷ তাঁদের মধ্যে ছিলেন বিদেশিরাও৷ আচমকাই সেই পর্যটকদের লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেনা পোশাকে থাকা অন্তত দুই থেকে তিন জন জঙ্গি পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে৷ তাতেই মৃত্যু হয়েছে অন্তত ২৭ জন পর্যটকের৷
পহলগাঁওয়ে জঙ্গি হামলার পর ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা৷ ছবি- পিটিআই
পহলগাঁওয়ে জঙ্গি হামলার পর ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা৷ ছবি- পিটিআই
advertisement

জম্মু কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে গুলমার্গ, সোনমার্গ বা ডাল লেকের মতোই বরাবরের বড় আকর্ষণ সবুজ, পাহাড়ি নদী, উপত্যকায় ঘেরা পহলগাঁও৷ মঙ্গলবার সেই পহলগাঁওই সাম্প্রতিককালে উপত্যকার সবথেকে বড় জঙ্গি হামলার সাক্ষী থাকল৷ পহলগাঁওয়ের বৈসরণ নামে যে জায়গায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, দক্ষিণ কাশ্মীরের সেই অংশটি মিনি সুইৎজারল্যান্ড নামে খ্যাত৷ সেই বৈসরণের উপত্যকার সবুজ ঘাষই পর্যটকদের রক্তে লাল হল মঙ্গলবার৷

advertisement

আরও পড়ুন: পহেলগাঁওয়ের হামলাকারীদের রেয়াত নয়, হুঁশিয়ারি মোদির! রাতেই শ্রীনগর যাচ্ছেন শাহ

প্রাথমিক ভাবে এই হামলার পর পাঁচ জন পর্যটকের আহত হওয়ার খবর এসেছিল৷ কিন্তু হামলার মাত্রা যে তার তুলনায় অনেক বড়, এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রথম সেই ইঙ্গিত দেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ তিনি লেখেন, গত কয়েক বছরে সাধারণ মানুষের উপরে কাশ্মীরে হামলার যা যা ঘটনা ঘটেছে, তার তুলনায় এই হামলা অনেক বড়৷

advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন বেলা আড়াইটে নাগাদ এই হামলার ঘটনা ঘটে৷ বৈসরণের যে জায়গায় পর্যটকরা ভিড় করেছিলেন, তার পাশের একটি পাইন বন থেকে আচমকা বেরিয়ে আসে সেনা পোশাকে থাকা দুই থেকে তিন জন জঙ্গি৷ জনা চল্লিশেক পর্যটকদের একটি দলের উপরে নির্বিচারে গুলি চালাতে থাকে তারা৷

ঘটনার আকস্মিকতায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েন আতঙ্কিত পর্যটকরা৷ কী করবেন বুঝে ওঠার আগেই গুলি লেগে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন৷ প্রাণভয়ে পালানোর চেষ্টা করেও লাভ হয়নি৷ গুলি বৃষ্টি থামলে কোনওক্রমে প্রিয়জনদের বাঁচাতে স্থানীয় বাসিন্দাদের কাছেই কাতর আর্জি জানাতে থাকেন রক্তাক্ত, আহত পর্যটকরা৷ এর পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, সেনা এবং উদ্ধারকারী দল৷ ততক্ষণে অনেক পর্যটকেরই নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে৷

advertisement

ঘটনার পর আহত পর্যটকদের উদ্ধারে হেলিকপ্টারের ব্যবস্থা করে প্রশাসন৷ অনেক স্থানীয় বাসিন্দা ঘোড়া এবং খচ্চরের পিঠে করেও বেশ কিছু পর্যটককে নীচে নামিয়ে আনেন৷ বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শীর আবার অভিযোগ, জঙ্গিরা গুলি চালানো শুরু করতেই স্থানীয় বাসিন্দারা খচ্চরের পিঠে পর্যটকদের বসিয়ে রেখে নিজেরা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান৷

ঘটনার প্রত্যক্ষদর্শী এক পর্যটকের কথায়, আমি নিজের স্ত্রীর সঙ্গে ছিলাম৷ হঠাৎ বন্দুকধারী দু জন জঙ্গি দেখতে পাই যারা নির্বিচারে গুলি চালাচ্ছিল৷ প্রচুর গুলি চলেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বৈসরণ নামে পহলগাঁওয়ের যে জায়গায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেখানে বলিউডের বহু বিখ্যাত ছবির শ্যুটিংও হয়েছে৷ দুর্গম এই জায়গাটিতে পৌঁছতে একমাত্র ভরসা ঘোড়া অথবা খচ্চর৷ ফলে হামলার খবর পাওয়ার পর পুলিশ এবং নিরাপত্তাবাহিনীরও ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগে যায়৷ পরে অবশ্য গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: ঘোড়ায় চড়ে ঘুরছিলেন পর্যটকরা, হঠাৎ পাইন বন থেকে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি! পহলগাঁওয়ে কী ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল