TRENDING:

LIVE:'ভূমিপুত্রকে' দু'হাত উজাড় করে ভোট দিয়েছেন মানুষ', বিজেপির নিরঙ্কুশ জয়ে প্রতিক্রিয়া বিজয় রুপানির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: গণনার শুরু থেকেই দেশজুড়ে গেরুয়া ঝড়। গুজরাত, উত্তরপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে বিজেপি । গুজরাতের ২৬টি আসনের সবকটিতেই এগিয়ে রয়েছে বিজেপি । 'রাজ্যের মানুষ ভূমিপুত্রকেই ভোট দিয়েছেন', প্রতিক্রিয়া গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ।
advertisement

নরেন্দ্র মোদি ও অমিত শাহ-আপাতত দুই বিজেপি হেভিওয়েটই এগিয়ে চলেছেন জয়ের লক্ষ্যে । গান্ধিনগরে ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন অমিত শাহ । বারাণসী থেকেও এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি । এই জয় ভারতবাসী ও তাঁদের চৌকিদারের জয়, মানুষ সৎ সরকারের পক্ষে রায় দিয়েছেন , মানুষ খুব ভালো করে জানেন কার শাসনে এই দেশ সুরক্ষিত,' সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন বিজয় রুপানি।

advertisement

'সঠিক সাংগঠনিক পরিচালনার মাধ্যমে অমিত শাহও দেখিয়ে দিয়েছেন কীভাবে নির্বাচন করতে হয়। তিনি চাণক্যের মত দলীয় কর্মীদের সঠিক পথে চালিত করেছেন ও তারই ফল আজকের এই সাফল্য,' জানিয়েছেন রুপানি ।

গণনার প্রবণতা থেকেই স্পষ্ট ২৬টি লোকসভা আসন ও ৪টি বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি জিতবে ও এইজন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রুপানি ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
LIVE:'ভূমিপুত্রকে' দু'হাত উজাড় করে ভোট দিয়েছেন মানুষ', বিজেপির নিরঙ্কুশ জয়ে প্রতিক্রিয়া বিজয় রুপানির