২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে আজ যেন সেমিফাইনাল। আড়াই দশকেরও বেশি সময় পরে, এখনও কি মোদি-শাহের রাজ্যে অব্যাহত গেরুয়ার দাপট। উত্তরটা অবশ্যই, হ্যাঁ। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুজরাতে ১৫৭টি আসনে এগিয়ে বিজেপি। আর, এদিকে ২০-র কোটাও টপকাতে পারেনি কংগ্রেস। তুলনায়, কেজরির আম আদমি পার্টির ফল মোটের উপর ভাল। প্রথমবার গুজরাতে লড়ে ঝুলিতে ৪টে আসন ভরতে পেরেছে আপ।
advertisement
১৯৯৫ সালের পরে বিগত ২৭ বছর ধরে গুজরাত বিধানসভায় টানা ক্ষমতায় থেকেছে পদ্ম শিবির। এবারে, তাঁদের আসন সংখ্যা ২০০২-এর রেকর্ডকেও ছাপিয়ে গেছে। ২০০২ সালে ১৮২ আসনের মধ্যে ১২৭ আসন জিতেছিল মোদি-শাহের বিজেপি। বাইশে সেই সংখ্যা ঘোরাফেরা করছে ১৬০ আসনের আশপাশে।
নিজের আসন ঘাটলোদিয়া থেকে এক লক্ষেরও বেশি ভোটে জিতেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেল। বিক্রমনগরে আপ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নাগাড়ে টক্কর দেওয়ার পরে শেষে জয় ছিনিয়ে নিয়েছেন হার্দিক প্যাটেলও। জামনগর উত্তর থেকে জয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা বিজেপি প্রার্থী রিভাবা জাদেজা।