TRENDING:

Saket Gokhale arrested: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, প্রতিহিংসার অভিযোগ ডেরেকের

Last Updated:

ট্যুইটে ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, গতকাল রাতে বিমানে নিউ দিল্লি থেকে জয়পুর পৌঁছন সাকেত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন নিজেই ট্যুইট করে সাকেতের গ্রেফতারির খবর জানিয়েছেন৷ তৃণমূলের অভিযোগ, প্রতিহিংসামূলক রাজনীতির কারণেই সাকেতকে গ্রেফতার করা হয়েছে৷
তৃণমূল নেতা সাকেত গোখলে গ্রেফতার৷
তৃণমূল নেতা সাকেত গোখলে গ্রেফতার৷
advertisement

ট্যুইটে ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, গতকাল রাতে বিমানে নিউ দিল্লি থেকে জয়পুর পৌঁছন সাকেত৷ জয়পুর বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল৷ বিমানবন্দরে নামামাত্রই সাকেতকে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন: 'ভয় পাবেন না,পাশে আছি', হটুগঞ্জের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে 'ভরসা' দিলেন শুভেন্দু অধিকারী

সম্প্রতি মোরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে সাকেত গোখলের করা একটি ট্যুইটকে ভুয়ো বলে দাবি করে পাল্টা ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো৷ ওই ট্যুইটে সাকেত দাবি করেছিলেন, মোরবির ব্রিজ বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থলে যাওয়ার খরচ হয়েছিল ৩০ কোটি৷ আরটিআই থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র৷ যদিও এই ট্যুইটের জন্যই সাকেতকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি ডেরেক৷

advertisement

আরও পড়ুন: রাজস্থান সফরে আজ আজমের শরিফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ট্যুইটারে ডেরেক ও ব্রায়েন আরও লেখেন, 'মঙ্গলবার ভোররাত ২ টোর সময় সাকেত তাঁর মাকে জানান, তাঁকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হচ্ছে৷ দুপুরের মধ্যেই পুলিশ তাঁকে নিয়ে আহমেদাবাদে পৌঁছবেন বলেও জানিয়েছেন সাকেত৷ পুলিশ সাকেতকে ওই একটি ফোনই এক-দু'মিনিটের জন্য করার অনুমতি দিয়েছিল৷ এর পর সাকেতের ফোন সহ যাবতীয় জিনিস পুলিশ নিয়ে নিয়েছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

ডেরেক ও ব্রায়েন ট্যুইটে আরও জানিয়েছেন, মোরবি সেতু বিপর্যয় নিয়ে সাকেতের একটি ট্যুইটের জন্যই তৃণমূল নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে গুজরাত পুলিশের সাইবার সেল৷ ডেরেক অবশ্য হুঁশিয়ারির সুরে পাল্টা লিখেছেন, 'এ সব করে তৃণমূল এবং বিরোধীদের মুখ বন্ধ করা যাবে না৷ প্রতিহিংসামূলক রাজনীতিকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বিজেপি৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Saket Gokhale arrested: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, প্রতিহিংসার অভিযোগ ডেরেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল