TRENDING:

Rahul Gandhi: মিলল না স্বস্তি! মোদি পদবী মামলায় রাহুলের আবেদনে কী বলল গুজরাত হাইকোর্ট?

Last Updated:

গত শনিবার প্রথমবার এই মামলাটি শুনানির জন্য উঠেছিল৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন রাহুল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: মোদি প়দবী নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় গুজরাত হাইকোর্টেও আপাতত স্বস্তি পেলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ মঙ্গলবার এই মামলাটি শুনানির জন্য উঠলেও রাহুলের পক্ষে কোনও অন্তবর্তী নির্দেশ দিতে অস্বীকার করেন গুজরাত হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচচ্ছক৷ গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে মামলাটির চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে এ দিন জানিয়ে দেন বিচারপতি৷
রাহুল গান্ধি৷
রাহুল গান্ধি৷
advertisement

গত শনিবার প্রথমবার এই মামলাটি শুনানির জন্য উঠেছিল৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন রাহুল৷ মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ইতিমধ্যেই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করেছে গুজরাতের দায়রা আদালত৷ সেই রায়ের বিরোধিতা করেই হাইকোর্টে আবেদন করেন তিনি৷ মন্তব্য বিতর্কে দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যে সাংসদ পদও গিয়েছে রাহুল গান্ধির৷

advertisement

আরও পড়ুন: গুরুংয়ের নতুন চাল, উত্তরবঙ্গে তৃণমূলের পথের কাঁটা হবে নয়া জোট? সম্ভাবনা প্রবল

তবে হাইকোর্ট আপাত স্বস্তি না দিলেও এখনও চূড়ান্ত কোনও নির্দেশ দেয়নি৷ শেষ পর্যন্ত হাইকোর্ট যদি রাহুল গান্ধির আবেদনে সাড়া দেয়, সেক্ষেত্রে ফের নিজের সাংসদ পদ ফিরে পেতে পারেন কংগ্রেস নেতা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাংসদ পদ হারানোর পর ইতিমধ্যেই দিল্লিতে নিজের সরকারি বাসভবনও ছেড়ে দিতে হয়েছে রাহুল গান্ধিকে৷ যদিও এর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের সমালোচনা করা থেকে তিনি সরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন রাহুল৷ রাহুল গান্ধির হয়ে এ দিন আদালতে সওয়াল করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি৷ বার বারই রাহুলের পক্ষে কোনও অন্তর্বর্তী নির্দেশের জন্য সওয়াল করেন তিনি৷ যদিও সেই আবেদনে কর্ণপাত করেননি বিচারপতি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: মিলল না স্বস্তি! মোদি পদবী মামলায় রাহুলের আবেদনে কী বলল গুজরাত হাইকোর্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল