এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচনী অফিসার আঁচল কুমার জ্যোতি ঘোষণা করেন, ৯ ডিসেম্বর প্রথম দফায় ৮৯ আসনে ভোট গ্রহণ করা হবে। ১৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় বাকি ৯৩ টি আসনে নির্বাচন চলবে ৷ মোট ৫০, ১২৮ টি পোলিং স্টেশনে চলবে ভোটগ্রহণ পর্ব ৷ দায়িত্বে থাকবেন প্রায় ২.৫ লক্ষ সরকারি কর্মচারী ৷ গুজরাত ভোটেই এযাবৎকালের সব থেকে বেশি ভিভিপ্যাটসের ব্যবহার করা হবে বলে জানিয়েছে কমিশন ৷
advertisement
সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই গুজরাতে লাগু হল নির্বাচনী বিধি ৷ একইসঙ্গে কমিশনের নির্দেশ, কোনও প্রার্থীই নির্বাচনে ২৮ লক্ষ টাকার বেশি খরচ করতে পারবে না ৷ প্রার্থীদের গতিবিধি থেকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কিছু ভিডিও রেকর্ডিং করবে কমিশন ৷
উল্লেখ্য, আগামী বছরের ২৩ জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে ১৮২ সদস্যের গুজরাত বিধানসভার মেয়াদ ৷ হিমাচল প্রদেশের ভোটের দিন ঘোষণা সত্ত্বেও গুজরাত নির্বাচনের দিন ঘোষণায় বিলম্বের কারণে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন ৷ বিতর্ক থামাতে তারা জানায় বন্যার কারণেই নির্বাচনের দিন ঘোষণা করতে দেরি হচ্ছে ৷