আভাস পেয়ে নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। সূত্রের খবর গুজরাতে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আগামী ১১ বা ১২ তারিখে।
আরও পড়ুন: ছাড়াল ১৫০! মোদি ম্যাজিকে টানা সপ্তমবার গুজরাত দখলের পথে বিজেপি! গান্ধিনগরে উৎসব শুরু
১৯৮৫ সালে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে গুজরাতে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। সেটাই সর্বোচ্চ। এখনও পর্যন্ত গুজরাটে এতগুলি আসন কেউ জিততে পারেনি। এ বার সেই রেকর্ডও ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যে তারা ১৫৯ আসনে এগিয়ে।
advertisement
ভোটের মুখে সেতু ভেঙে মৃত্যু হয়েছিল ১৪১ জনের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, গুজরাতের মোরবির সেতু দুর্ঘটনার প্রভাব পড়বে ভোটে। কিন্তু তাঁদের সেই ভাবনা মিলল না বাস্তবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোরবি কেন্দ্রেও এগিয়ে BJP। আর গোটা রাজ্যে ১৫০ ছাড়িয়ে ছুটছে বিজেপির রথ।