TRENDING:

Gujarat: আরও বাড়ল মৃতের সংখ‍্যা! গুজরাতের বোট দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেবে রাজ‍্য সরকার, জানালেন মুখ‍্যমন্ত্রী

Last Updated:

নিহত এবং আহতদের পরিবারের প্রতি আর্থিক সাহায‍্যের কথা ঘোষণা করলেন সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র প‍্যাটেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভদোদরা: গুজরাতের হারানি লেকের মর্মান্তিক বোট দুর্ঘটনায় মৃতের সংখ‍্যা অন্তত পক্ষে ১৬। সূত্রের খবর অনুযায়ী, মৃত ১৬ জনের মধ‍্যে ১৪ জন পড়ুয়া এবং দু’জন শিক্ষক শিক্ষিকা। নিহত এবং আহতদের পরিবারের প্রতি আর্থিক সাহায‍্যের কথা ঘোষণা করলেন সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র প‍্যাটেল।
আরও বাড়ল মৃতের সংখ‍্যা! গুজরাতের বোট দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেবে রাজ‍্য সরকার, জানালেন মুখ‍্যমন্ত্রী
আরও বাড়ল মৃতের সংখ‍্যা! গুজরাতের বোট দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেবে রাজ‍্য সরকার, জানালেন মুখ‍্যমন্ত্রী
advertisement

সূত্রের খবর অনুযায়ী, মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র প‍্যাটেল জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে অর্থ সাহায‍্য করা হবে।

গুজরাতের মুখ‍্যমন্ত্রী এদিন তাঁর X হ‍্যান্ডেলে লেখেন, ‘‘ হারানি লেকের ঘটনায় উদ্ধারকাজ এবং চিকিত্‍সার কাজ চলছে। রাজ‍্য সরকার নিহতদরে পরিবারকে ৪ লক্ষ এবং আহতদের পরিবার পিছু ৫০,০০০ টাকা অর্থ সাহায‍্য করবে।’’

advertisement

আরও পড়ুন: অযোধ‍্যায় যেতে পারলেন না! তাতে কী, বাড়িতে বসেই দেখুন রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, জেনে নিন উপায়

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আরও জানান, ‘হারানি হ্রদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক৷ যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি৷ প্রয়াতদের পরিজনদের প্রতিও আমার সমবেদনা রইল৷ এই প্রবল শোক সহ্য করার মতো শক্তি তাদের পরিবারের লোকেদের ঈশ্বর দিন৷ এখনও নৌকায় থাকা শিক্ষক ও শিশুদের উদ্ধার করার কাজ চলছে৷ স্থানীয় প্রশাসনকে সকলকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার অনুরোধ করা হয়েছে৷’

advertisement

প্রসঙ্গত, এই বোটে ছিলেন মোট ৩১ জন৷ এই পড়ুয়াদের নিয়ে একটি পিকনিক চলছিল৷ সেখানেই এই বোট উল্টে যায়৷ এখন বাকি ছাত্রদের জন্য সন্ধান চালাচ্ছে কর্তৃপক্ষ৷ গুজরাতের শিক্ষামন্ত্রী কুবের দিনদোর বলেছেন, ‘আমি খবর পেলাম ছয় ছাত্রের মৃত্যু হয়েছে৷ সেই বোটে সকলেই স্কুল ছাত্র ও শিক্ষক ছিল৷ এখনও উদ্ধারকাজ চলছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এনডিআরএফ ও দমকলের উদ্ধারকারীরা৷ স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে৷ ওই বোটে যে ছাত্ররা ছিল, তাদের পিকনিকের পর বোটিংয়ের ব্যবস্থা ছিল৷ সেখানেই এই কাণ্ড ঘটে৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও৷

বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat: আরও বাড়ল মৃতের সংখ‍্যা! গুজরাতের বোট দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেবে রাজ‍্য সরকার, জানালেন মুখ‍্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল