Ram Mandir: অযোধ্যায় যেতে পারলেন না! তাতে কী, বাড়িতে বসেই দেখুন রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, জেনে নিন উপায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Ayodhya Ram Mandir Pran Pratishtha Live Telecast : অনেকেই অযোধ্যায় পৌঁছতে পারছেন না। কিন্তু বাড়িতে বসেই সমস্ত অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। সেই উপায়ও রয়েছে।
অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-সহ দেশের বহু নেতা। বলিউডের সেলেবদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী প্রায় ৮০০০ অতিথিকে আমন্ত্রণ জানান হয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
মহাসমারোহে পালিত ওইদিন চাক্ষুস করার উত্সাহ বহুজনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠার দিন ঠিক কী হতে চলেছে, কারা আসছেন, কীভাবে পূজা হবে, রাম মন্দিরের বৈশিষ্ট্য কী তা দেখার জন্য পুরো দেশ আগ্রহী। তবে অনেকেই অযোধ্যায় পৌঁছতে পারছেন না। কিন্তু বাড়িতে বসেই সমস্ত অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। সেই উপায়ও রয়েছে।
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারের তথ্য ইউনিট পিআইবি-এর মতে, ২২ জানুয়ারির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানকে সারা দেশের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য দূরদর্শন (ডিডি) বিশেষ ব্যবস্থা করেছে। এর জন্য, দূরদর্শন অযোধ্যার রাম মন্দির এবং এর আশেপাশে ৪০ টি ক্যামেরা স্থাপন করবে এবং পুরো অনুষ্ঠানটি ৪K-তে সরাসরি সম্প্রচার করা হবে। এটি ডিডি ন্যাশনাল এবং ডিডি নিউজে সরাসরি সম্প্রচার করা হবে।
advertisement
শুধু ২২ শে জানুয়ারি নয়, ২৩ শে জানুয়ারিও দূরদর্শনে বিশেষ আরতি এবং মন্দিরটি সর্বসাধারণের জন্য খোলার দৃশ্যও সরাসরি সম্প্রচারও হবে। মূল মন্দির কমপ্লেক্স ছাড়াও, দূরদর্শন সরযূ ঘাটের কাছে রাম কি পাইদি, কুবের টিলায় জটায়ুর মূর্তি এবং অন্যান্য জায়গা থেকে তার বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে।
পিআইবি জানিয়েছে, ভারত ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানটির সম্প্রচার দেখার জন্য একটি ইউটিউব লিঙ্ক প্রস্তুত করা হচ্ছে। এটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে। তবে বর্তমানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করা হয়নি। এছাড়াও, অনুষ্ঠানের ছবিগুলি রাজ্যগুলির ইংরেজি, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায়ও শেয়ার করবে পিআইবি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 5:27 PM IST