জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১.৩০ নাগাদ হামলা চালায় জঙ্গিরা ৷ পাম্পোরের পর সোপিয়ানে হামলা থেকেই বোঝা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে মরিয়া জঙ্গিরা ৷
অন্যদিকে, ইডিআই ভবনে সেনা-জঙ্গি লড়াই অব্যাহত ৷ সোমবার সকালে পাম্পোরের সেমপোরার এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটে হামলা চালায় জঙ্গিরা। সেনা জওয়ানদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেনার অনুমান, হামলাকারীরা সংখ্যায় দুই থেকে চার জন ।
advertisement
গত ফেব্রুয়ারি মাসেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর টানা ৪৮ ঘণ্টার লড়াই দেখেছিল পাম্পোরের সেমপোরা। সোমবার ফিরে এল সেই ছবি। এদিন সকালে আচমকাই ঝিলমের ধারে, এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটের একটি অংশে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান এক কর্মী। খবর পেয়ে ক্যাম্পাসে যান নিরাপত্তারক্ষী ও সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই।