TRENDING:

সোপিয়ানে CRPF কনভয়ে গ্রেনেড হামলা, জখম ৮

Last Updated:

সোপিয়ানে CRPF কনভয়ে গ্রেনেড হামলা ৷ ঘটনায় আহত হয়েছেন ২ CRPF জওয়ান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: গত ২৪ ঘণ্টার উপরে পাম্পোরে চলছে সেনা- জঙ্গির গুলির লড়াই ৷ তারই মাঝে সোপিয়ানে CRPF কনভয়ে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা ৷  ঘটনায় আহত হয়েছেন ৮ জন ৷ তাদের মধ্যে ৩ CRPF জওয়ান ও পাঁচজন সাধারণ নাগরিক ৷ টহলদারি দেওয়ার সময় আচমকা CRPF-দের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয় ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও হামলাকারী ধরা পড়েনি ৷
advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১.৩০ নাগাদ হামলা চালায় জঙ্গিরা ৷ পাম্পোরের পর সোপিয়ানে হামলা থেকেই বোঝা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের  প্রতিশোধ নিতে মরিয়া জঙ্গিরা ৷

অন্যদিকে, ইডিআই ভবনে সেনা-জঙ্গি লড়াই অব্যাহত ৷ সোমবার সকালে পাম্পোরের সেমপোরার এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটে হামলা চালায় জঙ্গিরা। সেনা জওয়ানদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেনার অনুমান, হামলাকারীরা সংখ্যায় দুই থেকে চার জন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ফেব্রুয়ারি মাসেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর টানা ৪৮ ঘণ্টার লড়াই দেখেছিল পাম্পোরের সেমপোরা। সোমবার ফিরে এল সেই ছবি। এদিন সকালে আচমকাই ঝিলমের ধারে, এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটের একটি অংশে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান এক কর্মী।  খবর পেয়ে ক্যাম্পাসে যান নিরাপত্তারক্ষী ও সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই।

বাংলা খবর/ খবর/দেশ/
সোপিয়ানে CRPF কনভয়ে গ্রেনেড হামলা, জখম ৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল