আরও পড়ুন- রোমহর্ষক না হাড়হিম! গা ছমছমে দৃশ্য, হরিণ খেয়ে পেট ফুলে ঢোল ভয়ঙ্কর অজগরের...
বীরাহরিকৃষ্ণণ তাঁর সাধারণ সাইকেলটিকে সৌরশক্তির সাহায্যে মোটরচালিত বাই সাইকেল বানাতে চেয়েছিল। News18-কে দেওয়া সাক্ষাৎকারে বীরাহরিকৃষ্ণণ বলে, “আমি সবসময়ই নিজের জিনিসগুলোকে নতুন ভাবে তৈরি করতে ভালোবাসি এবং আমার লক্ষ্য সেটাই থাকে। আমি অনেক দিন ধরে গবেষণা করে, আমার নিজেরে সাধারণ সাইকেলটিতে মোটর ফিট করি যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। সৌরশক্তির সাহায্যে ওই মোটর চলবে। যেকোনও ধরনের সাইকেলকে এই ফর্ম্যাটে পরিবর্তন করা যেতে পারে। এই ধরনের সাইকেলের দাম প্রায় ১০,০০০ টাকা হতে পারে। যা সূর্যের আলোর সংস্পর্শে এলে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবে। একটানা ৫ ঘণ্টা চার্জ দিলেই যথেষ্ট। এই সাইকেলে ১৫০ কেজি পর্যন্ত ওজন বহন করা যেতে পারে। এছাড়াও এই সাইকেল সাধারণ কাজে ব্যবহার করা যেতে পারে। এখন আমি এই সাইকেলের গতি নিয়ে রিসার্চ করছি।”
advertisement
বীরাহরিকৃষ্ণণের বাবা বলেন, “ প্রথমে ওঁ ব্যাটারি দিয়ে ওই সাইকেলটিকে তৈরি করেছিল, পরে সৌরশক্তি ব্যবহার করে। কিছু অটোমোবাইল কোম্পানি এই মডেল তৈরির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি ছেলের পড়াশোনার কথা ভেবে মানা করেছি, তবে ভবিষ্যতে ব্যবসার জন্য এটা নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে, আমার আনন্দ হয় যে, আমার ছেলে অবসর সময়ে ভালো কিছু তৈরি করার জন্য় নিজের মনোনিবেশ করেছে। ওঁর নিজের প্রতি আত্মবিশ্বাস আমাকে গর্বিত করে। আমি চাই ভবিষ্যতে ওঁ আরও বড় কিছু আবিষ্কার করুক”।