আরও পড়ুন- নাইটক্লাবে রাহুল গান্ধির ভিডিও ভাইরাল! 'পার্টি টাইম রাজনীতিবিদ', কটাক্ষ বিজেপির!
“এটা এখন প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো। আমার যাত্রীরা সফরের পরে এতটাই খুশি হয়ে যান যে তাঁরা আমাকে অতিরিক্ত ১০-২০ টাকা দিয়ে যান,” বলেন মহেন্দ্র৷ উত্তরে হিমাচল প্রদেশ থেকে পূর্বে ওড়িশা পর্যন্ত ভারতে গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহে একেবারে জেরবার মানুষ। দিল্লির কিছু অংশে গত সপ্তাহেই তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
advertisement
২০১০ সাল থেকে ভারতে তাপপ্রবাহের কারণে ৬,৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং বিজ্ঞানীরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তন দক্ষিণ এশিয়া জুড়ে সমস্যা আরও বাড়াতে চলেছে। মহেন্দ্র কুমার জানান যে তিনি তাঁর অটোরিকশায় লেটুস, টমেটো এবং বাজরা চাষ করে পরিবেশের জন্য ‘নিজের মতো করে সামান্য কিছু’ করছেন।
আরও পড়ুন- "ভারতে ইন্টারনেট ডেটা প্যাকের খরচ এত কম যে অবাক হয়ে যায় অন্য দেশ": বার্লিনে মোদি
প্রথমে মাদুর বিছিয়ে তার পরে মোটা বস্তা রেখে তার উপর মাটি ছিটিয়ে দিয়েছিলেন মহেন্দ্র কুমার। রাস্তার ধার থেকে ঘাস এবং বন্ধু ও পরিচিতদের কাছ থেকে বীজ নিয়ে সেই মাটিতে রোপণ করেন এবং কয়েক দিনের মধ্যেই অঙ্কুরোদ্গম হয়। “এতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। আমি দিনে দু’বার বোতলে করে গাছে জল দিই,” বলেন মহেন্দ্র।