TRENDING:

Vir Chakra: অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন! বীরচক্র পাচ্ছেন দেশের ছয় সেনা জওয়ান

Last Updated:

Vir Chakra: অপারেশন সিঁদুর-সহ বিভিন্ন সামরিক অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য এবার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বীর চক্রে ভূষিত হচ্ছেন ছয়জন সেনা জওয়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অপারেশন সিঁদুর-সহ বিভিন্ন সামরিক অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য এবার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বীর চক্রে ভূষিত হচ্ছেন ছয়জন সেনা জওয়ান।
অপারেশন সিঁদুর সফল করার স্বীকৃতি
অপারেশন সিঁদুর সফল করার স্বীকৃতি
advertisement

কর্নেল কোশাঙ্ক লাম্বা, ৩০২ মিডিয়াম রেজিমেন্ট (ভারতীয় সেনাবাহিনী): ত্রুটিহীন নেতৃত্ব এবং ব্যতিক্রমী সাহসিকতা প্রদর্শনের জন্য বীর চক্রে ভূষিত হচ্ছেন।

আরও পড়ুন: বড় ট্রেন দুর্ঘটনা! হঠাৎ কানফাটা শব্দ, লাইন থেকে ছিটকে দলা পাকিয়ে গেল ট্রেনের ১২টি কামরা

লেফটেন্যান্ট কর্নেল সুশীল বিস্ত, ১৯৮৮ (স্বাধীন) মিডিয়াম রেজিমেন্ট (ভারতীয় সেনাবাহিনী): অফিসার কমান্ডিং হিসেবে লেফটেন্যান্ট কর্নেল বিস্ত এই অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর ব্যতিক্রমী সাহস, নেতৃত্ব এবং কর্মদক্ষতা সন্ত্রাসবাদী শিবিরগুলি সম্পূর্ণ ধ্বংস করে অসাধারণ সাফল্য এনে দিয়েছিল।

advertisement

গ্রুপ ক্যাপ্টেন রঞ্জিত সিং সিধু, (পাইলট) (ভারতীয় বিমানবাহিনী): শক্তিশালী যুদ্ধবিমান দিয়ে সজ্জিত গ্রুপ ক্যাপ্টেনের স্কোয়াড্রনকে গুরুত্বপূর্ণ স্ট্রাইক মিশনের জন্য নির্বাচিত করা হয়েছিল। পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আক্রমণ পরিচালনা এবং ব্যতিক্রমী বীরত্ব এবং সাহস দিয়ে সমস্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য তাঁকে বীর চক্র প্রদান করা হয়।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের তরুণীকে ছেলের সামনে পাঁচজন মিলে শারীরিক নির্যাতনের অভিযোগ!

advertisement

গ্রুপ ক্যাপ্টেন অনিমেষ পাটনি, (পাইলট) (ভারতীয় বিমান বহিনী): তাঁর নেতৃত্বে সারফেস টু এয়ার মিসাইল (SAM) দিয়ে আক্রমণ করা হয়। তাঁর সুনির্দিষ্ট নির্দেশনা শত্রুপক্ষের শিবিরে উল্লেখযোগ্য ক্ষতি করে।

স্কোয়াড্রন লিডার রিজওয়ান মালিক, (পাইলট) (ভারতীয় বিমানবাহিনী): ডেপুটি মিশন লিডার হিসেবে স্কোয়াড্রন লিডার মালিক সর্বশেষ এবং অত্যন্ত বড় ভূমিকা নেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

স্কোয়াড্রন লিডার সিদ্ধান্ত সিং, (পাইলট) (ভারতীয় বিমানবাহিনী): স্কোয়াড্রন লিডার সিংকে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে স্থির-নির্ভুলভাবে আঘাত করার জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Vir Chakra: অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন! বীরচক্র পাচ্ছেন দেশের ছয় সেনা জওয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল