বেঙ্গালুরু: ফের বেঙ্গালুরুতে ধর্ষণের অভিযোগ উঠল, নিগৃহিতা পশ্চিমবঙ্গের তরুণী। জানা গিয়েছে, রাতে মহিলার ঘরে ঢুকে গণধর্ষণ করে পাঁচ যুবকের ওই দলের তিন জন। গণধর্ষণের পরে নগদ টাকা, ফোন এবং ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
আরও পড়ুন: বড় ট্রেন দুর্ঘটনা! হঠাৎ কানফাটা শব্দ, লাইন থেকে ছিটকে দলা পাকিয়ে গেল ট্রেনের ১২টি কামরা
advertisement
জানা গিয়েছে, বেঙ্গালুরু গঙ্গোনদানাহাল্লিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই তরুণী। জানা গিয়েছে ওই পাঁচ দুষ্কৃতী জোর করে বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারপরে তারা পরিবারের বাকি সদস্যদের এমনকী ১৪ বছরের ছেলেকেও মারধর করে।
পাশের ঘরে ভাড়া থাকতেন নির্যাতিতার বান্ধবীরা, তাদেরকেও হেনস্থা করা হয়। তারপরে তারা ওই তরুণীকে তিন জন মিলে গণধর্ষণ করে। ডাকাত দলের নির্যাতন চলাকালীন ওই তরুণীর ছেলে পুলিশে ফোন করে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
নির্যাতিতার অভিযোগের উপর ভিত্তি করে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিযুক্তেরা নির্যাতিতার পূর্ব পরিচিত। নির্যাতিতা-সহ ডাকাত দলের আক্রমণে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।