করোনা এবং লকডাউনের ফলে দেশের দরিদ্রসীমার নীচে থাকা মানুষ প্রবল সংকটের মুখে পড়ে গত বছর মার্চ মাসেই। মার্চেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছিস। ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় মোট ৮১ কোটি ব্যক্তিকে এই সময়ে পাঁচ কেজি করে চাল ও গম সরবরাহ করা হয়। এই যোজনা চালিয়ে নিয়ে ছাওয়া হয়েছিল নভেম্বর মাস পর্যন্ত। ক্রমে করোনা হ্রাস পেতে থাকলে এই যোজনার আর দরকার পড়েনি। কিন্তু গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় দেশ জেরবার। ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে কয়েকটি রাজ্য। সেই কারণেই আবার পিএম গরিব কল্যাণ যোজনা চালু করার কথা ভাবছে কেন্দ্র।
advertisement
জানা গিয়েছে সরকার এই যোজনায় প্রাথমিক ভাবে ২৬ হাজার কোটি টাকা ব্যয় করবে। প্রসঙ্গত গতবার লকডাউনের সময়ে রাজ্যও বিনামূল্যে রেশন দেওয়া শুরু করে। অন্ত্যোদয় যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মাথাপিছু পাঁচ কেজি করে শস্য দেওয়া হয়েছিল সেবার।