মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পেট্রো পণ্যের হোম ডেলিভারি দেওয়ার কথা ভাবছে কেন্দ্র ৷ পেট্রোল পাম্পে লম্বা লাইন থেকে স্বস্তি পেতেই হোম ডেলিভারির কথা ভাবছে কেন্দ্র ৷ তবে এর জন্য গ্রাহককে আগে থেকে বুক করতে হবে ৷ পেট্রোল ডিজেলের হোম ডেলিভারি নিয়ে এখন চলছে আলোচনা ৷ তবে পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও কোনও দিনক্ষণ ঠিক করা হয়নি ৷
advertisement
পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৬-১৭ আর্থিক বর্ষে প্রায় ২৩.৮ মিলিয়ন টন পেট্রল ও ৭৬ মিলিয়ন টন ডিজেল বিক্রি হয়েছে দেশে। ১৫-১৬ আর্থিক বর্ষের থেকেও এর পরিমাণ বেশি। অর্থাৎ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দ্রুতহারে। জানা যাচ্ছে, প্রায় সাড়ে তিন কোটি মানুষ ৫৯,৫৯৫ টি পেট্রল পাম্প থেকেই তেল সংগ্রহ করেন। যেহেতু ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে তাই পেট্রল পাম্পগুলিতে লম্বা লাইন দেখা যায়। এই সমস্যা থেকে গ্রাহদের রেহাই দিতেই এই হোম ডেলিভারির সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রক ৷
