নোট বাতিলের পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক ৷ এর মধ্যে ডিজিটাল লেনদেন জারি রাখতে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের জানানো হয়েছে যে ভবিষ্যতে যাতে নগদে আর ইলেকট্রিক বিলের টাকা না নেওয়া হয় ৷ প্রথমে শহরে এই নিয়ম চালু করা হবে ৷ পরে তা বিভিন্ন গ্রামাঞ্চলেও এই নিয়ম চালু করা হবে ৷
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল ২০১৬ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত ১১৩৪৬৩১ মিলিয়ন ইউনিট ইলেকট্রিসিটি বিভিন্ন রাজ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে ৷ বর্তমানে শহরাঞ্চলের ১২.৪ শতাংশ মানুষই ডিজিটাল পেমেন্ট করে থাকেন। এবার থেকে ই-পেমেন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বিদ্যুতের বিল মেটাতে পারবে গ্রাহকরা ৷ এতে গ্রাহক ও ডিস্ট্রিবিউটার দু-পক্ষেরই সুবিধা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2017 11:08 AM IST