TRENDING:

ছিলেন ছেলে, হয়ে গেলেন মেয়ে, রেলওয়ে অফিসারের লিঙ্গ পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে

Last Updated:

ছেলে থেকে মেয়ে হয়ে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করে রীতিমতো চমকে দিলেন গোটা এলাকাকে ৷ এমনকী, গোটা কাণ্ড দেখে হতবাক রেলওয়ে বোর্ডও ৷ ঘটনাটি ঘটেছে, গোরক্ষপুরে ইজ্জত নগর রেলওয়ে কলোনিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোরক্ষপুর: নাম ছিল রাজেশ ৷ আর নতুন নাম এখন সোনিয়া ৷ না কোনও সরকারি নথিতে গণ্ডগোল নয় ৷ বরং ছেলে থেকে মেয়ে হয়ে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করে রীতিমতো চমকে দিলেন গোটা এলাকাকে ৷ এমনকী, গোটা কাণ্ড দেখে হতবাক রেলওয়ে বোর্ডও ৷ ঘটনাটি ঘটেছে, গোরক্ষপুরে ইজ্জত নগর রেলওয়ে কলোনিতে ৷
advertisement

২০০৩ সালে ইজ্জত নগর রেল স্টেশনে সিগনাল গার্ডের চাকরিতে যোগ দেন রাজেশ পাণ্ডে ৷ বাড়িতে তখন মা ও তাঁর ৪ বোন ৷ ২০১৭ সালে হঠাৎ নিজের লিঙ্গ পরিবর্তন করে রাজেশ নিজের নাম রাখেন সোনিয়া পাণ্ডে ৷ শুধু তাই নয়, রেলওয়ে বোর্ডকে আবেদন করেন চাকরির ক্ষেত্রেও যেন তাঁর নাম বদলে দেওয়া হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই আবেদনের পরেই গোটা ঘটনা নজরে আসে ৷ রাজেশ জানিয়েছে, পরিবারের লোকজনের কাছে যখন লিঙ্গ পরিবর্তনের কথা বলি, তখন কেউ-ই রাজি হয় না ৷ এমনকী, রাজেশের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয় তাঁরা ৷ এখন অবশ্য অবস্থার উন্নতি হয়েছে ৷ রাজেশ আরও জানিয়েছে, লিঙ্গ পরিবর্তনের পর আমার পুরুষ চেহারায় তৈরি আইডি কার্ডে সমস্যায় পড়তে হতো ৷ আর সেই কারণেই নামের সঙ্গে সঙ্গে সব দরকারি নথিতেও রাজেশ চাইছেন তাঁর বর্তমান পরিচয় নথিভুক্ত করতে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ছিলেন ছেলে, হয়ে গেলেন মেয়ে, রেলওয়ে অফিসারের লিঙ্গ পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে