পাশাপাশি বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ফলপ্রকাশও আজ ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা ৷ বিহারের ভাবুয়া বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। জাহানাবাদ আসনে এগিয়ে আরজেডি।
গোরক্ষপুর এবং ফুলপুরে বিজেপির লড়াই মূলত বিরোধী দল সপার সঙ্গেই ৷ যদিও কংগ্রেস দুটি আসনের লড়াই করছে ৷ গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর এবং ফুলপুরে নির্বাচন হয় ৷ গোরক্ষপুরে ভোট পড়েছিল ৪৭.৪৫ শতাংশ ৷ অপরদিকে, ফুলপুরে ভোট পড়েছিল ৩৭.৩৯ শতাংশ ৷ গোরক্ষপুরে গত কয়েকবছর ধরেই গেরুয়া শিবির শাসন চালাচ্ছে ৷ কিন্তু যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসনটি শূন্য হয়ে যায় ৷ অপরদিকে, উপমুখ্যমন্ত্রী হন কেশব প্রসাদ মৌর্য ৷ এরপরই ফুলপুরের আসনটিও শূন্য হয়ে যায় ৷
advertisement
উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুরে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও সমর্থন করছে সপাকেই ৷
অন্যদিকে, বিহারে নীতিশ কুমারের কাছেও এই ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কারণ আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷ আর তারপর এই প্রথম নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে তাঁর দলকে ৷
