গোটা দেশের ৫৪৩টি আসনে সাত দফায় নির্বাচন চলছে ৷ আজ অর্থাৎ ২৩ এপ্রিল ছিল দেশজুড়ে তৃতীয় দফার নির্বাচন ৷ মঙ্গলবার ১৩টি রাজ্যে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৭টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আজ ৷
তৃতীয় দফা নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল আজ ৷ এদের মধ্যে রয়েছেন গান্ধীনগর থেকে অমিত শাহ, ওয়াইনাড থেকে রাহুল গান্ধি ৷
advertisement
কীভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে ? গুগল ডুডলে সেই গোটা বিষয়টি ছবির মচ আপনার সামনে তুলে ধরেছে ৷ আপনি আপনার নির্ধারিত পোলিং বুথে যাবেন ৷ সেখানে দায়িত্বরত নির্বাচন অফিসার আপনার ভোটার তালিকায় নাম খুঁজে এবং প্রমাণপত্র দেখে নেবে আপনার ৷ দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে কালি লাগিয়ে দেবেন ৷ এরপর একটি স্লিপ আপনাকে দেওয়া হবে ৷ পাশাপাশি একটি ফর্মে সই করিয়ে নেবে আপনাকে দিয়ে ৷ এরপর ইভিএমে আপনার পছন্দমত প্রার্থীর পাশের বোতামে ক্লিক করলেই ভিভিপ্যাটে ভেসে উঠবে ছবিটি ৷ অর্থাৎ আপনি কাকে ভোট দিয়েছেন ৷ সেটি আপনি ভিভিপ্যাট মেশিনের স্ক্রিনে দেখতে পাবেন ৷
গোটা বিষয়টি দেখতে হলে ক্লিক করুন---> https://www.google.com/ লিঙ্কে ৷