TRENDING:

এবার অসুখ থেকেও বাঁচাবে কৃত্রিম বুদ্ধিমত্তা! গুগল আনছে নয়া প্রযুক্তি

Last Updated:

গত সোমবার ভারতে অনুষ্ঠিত ‘গুগল ফর ইন্ডিয়া’ অনুষ্ঠানে এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং একটি মেশিন লার্নিং (এমএল) মডেলের কথা ঘোষণা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চিকিৎসকের হাতের লেখা নিয়ে নানা রসিকতা রয়েছে। শুধু রসিকতা নয়। বাস্তবও ভয়াবহ। প্রেসক্রিপশনের লেখা পড়তে না পেরে ভুল ওষুধের কারণে বহু রোগী বিপাকে পড়েন, মৃত্যুও হয়। এ বার সেই ভুল শুধরে দিতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
advertisement

গত সোমবার ভারতে অনুষ্ঠিত ‘গুগল ফর ইন্ডিয়া’ অনুষ্ঠানে এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং একটি মেশিন লার্নিং (এমএল) মডেলের কথা ঘোষণা করা হয়েছে। এগুলি হাতে লেখা প্রেসক্রিপশন থেকে নির্ভুল ভাবে ওষুধের নাম শনাক্ত করতে পারে বলে গুগলের দাবি।

আরও পড়ুন- ম্যাকবুক প্রো জালিয়াতি! লাখ টাকার ল্যাপটপের বদলে অ্যামাজন দিল পশুখাদ্য!

advertisement

এই নয়া আবিষ্কার নিঃসন্দেহে প্রেসক্রিপশন প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। ভুলের সম্ভাবনা কম করে রোগীর সুরক্ষায় অনেক বেশি দক্ষতা দেখানোর ক্ষমতা রাখে এই এআই।

কিন্তু কোথায় পাওয়া যাবে এই যান্ত্রিক মুশকল আসানকে! গুগল লেন্সের ভিতর। ‘আর্গো’ ব্যবহারকারীরা চিকিৎসকের প্রেসক্রিপশনের একটি ছবি তুলে দিলেই ওষুধের নাম বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

advertisement

নতুন এই প্রযুক্তি তৈরি করা হয়েছে চিকিৎসা সংক্রান্ত হাতে লেখা নথিকে ডিজিটাইজ করার জন্য। তবে এ কথা মনে রাখতে হবে এই নবাবিষ্কৃত কৃত্রিম বুদ্ধিমত্তা কোনও ভাবেই নিজে সিদ্ধান্ত নিতে পারে না।

প্রযুক্তি যে ভাবে বাইরে থেকে তথ্য দেবে, তার উপর ভিত্তি করেই ফলাফল আসবে। ফলে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের পরিবর্তে কাজ করার কোনও প্রশ্নই নেই এই প্রযুক্তির। বরং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের সহায়তাতেই কাজে লাগানো হবে এগুলি।

advertisement

আরও পডুন- আর মাত্র ৫ দিন, এই ৪৯ মোবাইলে আর চলবে না হোয়াটসঅ্যাপ, দেখে নিন তালিকা

এ প্রসঙ্গ গুগল দাবি করেছে, ‘এটি ফার্মাসিস্টদের মতো পেশায় যুক্ত মানুষের সহায়তায় কাজ করবে। হাতের লেখা চিকিৎসা নথিগুলিকে ডিজিটাইজ করার জন্য একটি সহায়ক প্রযুক্তি হিসাবে কাজ করবে। তবে, শুধুমাত্র এই প্রযুক্তি দ্বারা প্রদত্ত আউটপুটের উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সতীর ৫১ পীঠের অন্যতম কীরিটেশ্বরী মন্দিরে জমজমাট পুজো, উপচে পড়ে ভক্তদের ভিড়
আরও দেখুন

তবে শুধু চিকিৎসা পরিষেবা নয়। গুগল জানিয়েছে, তারা ভারতীয় কৃষি ক্ষেত্রের জন্যও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার কথা ভাবছে। সেই সঙ্গে, ‘গুগল পে’ পরিষেবাতেও নতুন করে সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। এই উদ্দেশ্যে ‘মাল্টি লেয়ার ইন্টলিজেন্ট অ্যালার্ট’ রাখার কথা ভাবা হচ্ছে। এটি কোনও রকম সন্দেজনক বিষয় নজরে পড়লেই গ্রাহককে জানাবে।

বাংলা খবর/ খবর/দেশ/
এবার অসুখ থেকেও বাঁচাবে কৃত্রিম বুদ্ধিমত্তা! গুগল আনছে নয়া প্রযুক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল