TRENDING:

Train: নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত বাংলাদেশ?

Last Updated:

কলকাতা থেকে আগরতলা ভায়া বাংলাদেশ। রেল পথে দূরত্ব কমাতে দীর্ঘ দিন ধরেই এই প্রকল্প নিয়ে চলছে আলোচনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা থেকে আগরতলা ভায়া বাংলাদেশ। রেল পথে দূরত্ব কমাতে দীর্ঘ দিন ধরেই এই প্রকল্প নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই কাজ কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে নানা প্রশ্ন থাকলেও, নিশ্চিন্তপুর টার্মিনাল পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালিয়ে পরীক্ষা সেরে নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। ঐতিহাসিক মাইল ফলক অর্জন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিশ্চিন্তপুর টার্মিনালে সফলভাবে পৌঁছেছে প্রথম রেক।
নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত-বাংলাদেশ?
নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত-বাংলাদেশ?
advertisement

ত্রিপুরায় আগরতলার কাছে নিশ্চিন্তপুর টার্মিনালে সর্ব প্রথম বার মালগাড়ি পৌছানোর ক্ষেত্রে সফল হয়ে উল্লেখযোগ্য এক মাইল ফলক অর্জন করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। গুয়াহাটির কাছে তেতেলিয়ার সাইডিঙে স্টার সিমেন্ট-এর ১১ বিসিএন ওয়াগনের কনসাইনমেন্ট লোড করা হয়েছিল, তা  নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছায়। আগরতলা-আখাউড়া নতুন রেল লিঙ্ক প্রকল্পের অধীনে পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে এই অর্জনটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠল।

advertisement

আরও পড়ুন: কাটতে হবে না, হাত দিয়েই বুঝে যাবেন তরমুজ মিষ্টি হবে নাকি ফিকে স্বাদের? কেনার দুর্দান্ত ট্রিক শিখে নিন, কোনওদিন ঠকতে হবে না

রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকগণ সফল ভাবে যৌথ পরিদর্শন সম্পন্ন করেন এবং তারপর আগরতলা-নিশ্চিন্তপুর সেকশনকে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য মঞ্জুরি দিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। পণ্যবাহী ট্রেনের জন্য এই টার্মিনাল খুলে যাওয়ার ফলে লামডিং ডিভিশনের জিরানিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ লোকেশনে অবস্থিত গুডস শেডগুলিতে এতদিন ধরে হতে থাকা চাপের বোঝা এবার কমবে।

advertisement

বিকল্প একটি রুটের ব্যবস্থা করার মাধ্যমে এই উদ্যোগ এ অঞ্চলে লজিস্টিক্সের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং পণ্য পরিবহনে বেশ ভাল রকম মদত পাওয়া যাবে। সেই সঙ্গে, এটি উন্নত রেলওয়ে পরিকাঠামোর মাধ্যমে ট্রানজিট টাইমকে কম করবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নতিতে সহায়ক হবে।

আরও পড়ুন: ৫ টাকা, ১০ টাকা হোক বা ২০০০…ভাল করে দেখুন নোটের নম্বর! এই ৩ সংখ‍্যা থাকলেই আপনি লাখপতি! কীভাবে বেচবেন? জানুন বিশদে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উত্তর পূর্বাঞ্চলে পণ্যবাহী ট্রেনের সংযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং এই অঞ্চলকে অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দায়বদ্ধ। পরিকাঠামোকে উন্নীত করে এবং পরিচালন ব্যবস্থাকে সর্বাত্মক ভাবে উন্নত করে আরও দ্রুত এবং আরও কার্যকরী ভাবে পণ্য পরিবহনকে নিশ্চিত করার প্রয়াস চালানো হচ্ছে। এই উদ্যোগগুলি বাণিজ্যের নেটওয়ার্ককে মজবুত করবে এবং এই অঞ্চলের সামগ্রিক অগ্রগতিতে সহায়ক হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Train: নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত বাংলাদেশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল