TRENDING:

অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন

Last Updated:

অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাকরিজীবীদের সুবিধার কথা ভেবে আরও একটি সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফিস অর্থাৎ EPFO ৷ পিএফ দফতরের এই নয়া সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন নথিভুক্ত সকল সরকারি- বেসরকারি কর্মচারীরা ৷ অবসরের পর জুতোর শুকতলা ঘষে কষ্টার্জিত অর্থ তুলতে অনন্তকাল অফিসের চক্কর কাটার দিন শেষ ৷
advertisement

এবার থেকে অবসর গ্রহণের দিনই পেনশন সংক্রান্ত সমস্ত কাজ মিটিয়ে নেওয়া হবে ৷ ফলে অবসর গ্রহণের পর প্রফিডেন্ট ফান্ড ও পেনশন পেতে আর অনন্তকাল অপেক্ষা করতে হবে না ৷ এমনই নির্দেশিকা জারি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফিস অর্থাৎ EPFO ৷

রাজ্যসভায় এই নয়া পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ৷ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মীদের ঝক্কি কমাতেই এই সিদ্ধান্ত ৷ শ্রমমন্ত্রী জানিয়েছেন, ১৯৫২ সালের এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ড স্কিম ও ১৯৯৫ সালের পেনশন স্কিমের অন্তর্ভুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন ৷ ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরের দিনই পেনশন ও পিএফের সমস্ত টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে EPFO ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন, কোনও কর্মী চাকরি পরিবর্তন করলে সংশ্লিষ্ট সংস্থা এক মাসের মধ্যে তাঁর গ্র্যাচুইটির অর্থ দিয়ে দেবেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন