TRENDING:

অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন

Last Updated:

অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাকরিজীবীদের সুবিধার কথা ভেবে আরও একটি সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফিস অর্থাৎ EPFO ৷ পিএফ দফতরের এই নয়া সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন নথিভুক্ত সকল সরকারি- বেসরকারি কর্মচারীরা ৷ অবসরের পর জুতোর শুকতলা ঘষে কষ্টার্জিত অর্থ তুলতে অনন্তকাল অফিসের চক্কর কাটার দিন শেষ ৷
advertisement

এবার থেকে অবসর গ্রহণের দিনই পেনশন সংক্রান্ত সমস্ত কাজ মিটিয়ে নেওয়া হবে ৷ ফলে অবসর গ্রহণের পর প্রফিডেন্ট ফান্ড ও পেনশন পেতে আর অনন্তকাল অপেক্ষা করতে হবে না ৷ এমনই নির্দেশিকা জারি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফিস অর্থাৎ EPFO ৷

রাজ্যসভায় এই নয়া পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ৷ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মীদের ঝক্কি কমাতেই এই সিদ্ধান্ত ৷ শ্রমমন্ত্রী জানিয়েছেন, ১৯৫২ সালের এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ড স্কিম ও ১৯৯৫ সালের পেনশন স্কিমের অন্তর্ভুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন ৷ ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরের দিনই পেনশন ও পিএফের সমস্ত টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে EPFO ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন, কোনও কর্মী চাকরি পরিবর্তন করলে সংশ্লিষ্ট সংস্থা এক মাসের মধ্যে তাঁর গ্র্যাচুইটির অর্থ দিয়ে দেবেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন