শনিবার যাত্রীদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু।
এদিন বিমান পরিষেবায় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী ৷ বিমানে টিকিট বুক করার পরে বাতিল করলে এবার থেকে আগের চেয়ে বেশি শতাংশ টাকা পাবেন বিমান যাত্রী ৷
নতুন ব্যবস্থায় ওভারবুকিংয়ের অজুহাতে বাতিল হতে পারে বোর্ডিং। যদিও বিমানে জায়গা না হলে এক ঘণ্টার মধ্যে বিকল্প ব্যবস্থা করতে বাধ্য থাকবে বিমান কর্তৃপক্ষ । এমনকী বিকল্প ব্যবস্থা না হলে কর্তৃপক্ষকে বিমানভাড়ার ২০০ শতাংশ টাকা যাত্রীকেফেরত দিতে হবে।
advertisement
চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা করতে না পারলে, সেক্ষেত্রে ৪০০ শতাংশ টাকা যাত্রীকে ফেরত দিতে বাধ্য থাকবেন বিমান কর্তৃপক্ষ।
বিমান যাত্রীদের কথা ভেবেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ঘোষণা, বিনা মাসুলে ১৫ কেজি পর্যন্ত ব্যাগেজ নেওয়া যাবে। কুড়ি কেজি পর্যন্ত দিতে হবে কেজি প্রতি একশো টাকা। কুড়ি কেজির বেশি হলে নিজের মতো টাকা নেবে সংস্থা।