রসবিবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বোলেরোতে থাকা সকলেই পৃথ্বীনাথ মন্দিরে জল দেওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সরযূ খালে উল্টে যায়। বোলেরোতে মোট ১৫ জন ছিলেন। দুর্ঘটনার পর চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ প্রশাসনের দলও সেখানে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু হয়। আহতরা গাড়ির ভিতরে ব্যথায় কাতরাচ্ছিলেন, গাড়ির কাঁচ ভেঙে কোনওভাবে তাদের বের করে আনা হয়।
advertisement
গোন্ডার এসপি বিনীত জয়সওয়াল জানিয়েছেন, ইটিয়াথক থানা এলাকার রেহরা গ্রামে একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে মিলে উদ্ধার কাজ শুরু করে। চালক-সহ ৪ শিশুকে নিরাপদে গাড়ি থেকে বের করে চিকিৎসার জন্য সিএইচসি ইটিয়াথকে পাঠানো হয়। তাদের মৃতদেহ খাল থেকে বের করে গোন্ডা জেলা হাসপাতালে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের যথাযথ চিকিৎসার কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রশাসনকে বলা হয়েছে।