মধ্যরাতে পাকিস্তানকে বিরাট জবাব ভারতের! তোলপাড় সীমান্তে! কী চলছে?
ট্রেনে চড়েই ‘বড়লোক’! এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নেমে যেতেন এই যাত্রী… GRP ধরতেই অবাক কাণ্ড!
কী ঘটেছিল শনিবার ভোরে?
মন্দির চত্বর ও তার চারপাশে তখন উপচে পড়া ভিড়। হাজার হাজার ‘ধোঁড়’ (স্থানীয় বিশ্বাস অনুসারে নির্বাচিত ভক্ত) অগ্নিকুণ্ডে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন। ঠিক সেই মুহূর্তে একটি ঢালু পথে নেমে আসার সময়, হঠাৎ করেই সামনে থাকা ভক্তদের একাংশ নিয়ন্ত্রণ হারান। হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাপা পড়ে মৃত্যু ঘটে বেশ কয়েকজনের।
advertisement
শুধু জীবিত নয়, বর্ষায় মৃত সাপের গায়ে পা পড়লেও হতে পারে মৃত্যু…! কেন জানেন?
ব্যর্থ ভিড়-নিয়ন্ত্রণ ব্যবস্থা?
এই যাত্রা ঘিরে প্রতিবছরই প্রায় ৫০ হাজার মানুষ জমায়েত হন। অতএব প্রশ্ন উঠছে, এত বড় জমায়েতের জন্য কি পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল? উপস্থিত স্থানীয়রা ও আহতদের পরিবার বলছেন, পুলিশের উপস্থিতি ছিল নগণ্য, জরুরি অবস্থার জন্য কোনও রুট ঠিক করে রাখা হয়নি, এবং আলোকসজ্জা ছিল অপ্রতুল।
একজন প্রত্যক্ষদর্শী জানান, “একটা সময় মনে হচ্ছিল আমরা শ্বাস নিতে পারব না। কেউ পড়ে গেলে আর ওঠার উপায় ছিল না। আলো কম থাকায় অনেকেই বুঝতেই পারেননি কোথা দিয়ে বেরোবেন।”
ঘটনার পর গোয়া প্রশাসন উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, “এই মর্মান্তিক ঘটনার দায় কেউ এড়াতে পারবে না। আমরা তদন্ত করে দেখব কোথায় কোথায় ব্যর্থতা ছিল।”