TRENDING:

সমুদ্রে ডুবিয়ে স্ত্রীকে খুন, দুর্ঘটনা বলেও কীভাবে ধরা পড়ল গোয়ার হোটেল ম্যানেজার?

Last Updated:

গৌরব এবং দীক্ষা দু জনেই উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা৷ এক বছর আগে বিয়ে হলেও দু জনের সম্পর্ক তিক্ত ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাজি: প্রথমে তিনি দাবি করেছিলেন, সমুদ্রে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর৷ পরে অবশ্য ধরা পড়ল, দুর্ঘটনা নয়, বিলাসবহুল হোটেলের ম্যানেজার নিজেই জলে ডুবিয়ে খুন করেছে তার স্ত্রীকে৷
অভিযুক্ত গৌরব কাটিয়ার৷
অভিযুক্ত গৌরব কাটিয়ার৷
advertisement

তবে দুর্ঘটনার অজুহাত দিয়ে হয়তো বেঁচে যেত ওই হোটেল ম্যানেজার৷ কিন্তু তাকে ধরিয়ে দিল গোয়ার সমুদ্র সৈকতে থাকা এক পর্যটকের তোলা ভিডিও৷ যেখানে স্পষ্ট ধরা পড়ে গিয়েছে, কীভাবে জোর করে নিজের স্ত্রীকে সমুদ্রে ডুবিয়ে মেরেছে ওই অভিযুক্ত৷

আরও পড়ুন: তাঁকে দেখেই ‘মোদি’, ‘মোদি’ চিৎকার, অসমে কী করলেন রাহুল? অবাক বিজেপি কর্মীরও

advertisement

জানা গিয়েছে, ওই হোটেল ম্যানেজারের নাম গৌরব কাটিয়ার৷ তার স্ত্রীর নাম দীক্ষা গাঙ্গওয়ার (২৭)৷ গত শনিবার গোয়ার জনপ্রিয় কাবো ডে রামা সমুদ্র সৈকতে এই ঘটনাটি ঘটে৷ পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, গৌরব বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করেছিলেন দীক্ষা৷ তা নিয়ে চেপে ধরাতেই স্ত্রীকে গৌরব খুন করে বলে দাবি পুলিশের৷

advertisement

পুলিশ জানিয়েছে, গৌরব এবং দীক্ষা দু জনেই উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা৷ এক বছর আগে বিয়ে হলেও দু জনের সম্পর্ক তিক্ত ছিল৷ গোয়ায় একটি নামজাদা অভিজাত হোটেলে চাকরি করে গৌরব৷ শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে হোটেলের কাছেই একটি সমুদ্র সৈকতে যায় গৌরব৷ বিকেল পৌনে চারটে নাগাদ সেখানেই সমুদ্রে দীক্ষাকে ডুবিয়ে খুন করে গৌরব৷

advertisement

গোয়ার ওই সমুদ্র সৈকতটি খুবই জনপ্রিয়৷ ফলে ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন পর্যটক সহ অনেকেই৷ ওই দম্পতিকে সমুদ্রে নামতেও দেখেছিলেন বেশ কয়েকজন৷ কিন্তু গৌরব যখন একা সমু্দ্র থেকে ফিরে আসে তখনই তাকে চেপে ধরে প্রত্যক্ষদর্শীরা৷ যদিও গৌরব দাবি করে, সমুদ্রে ডুবে গিয়েছেন তার স্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কিন্তু গৌরব যে মিথ্যে কথা বলছে তা ফাঁস হয়ে যায়৷ কারণ গৌরব যখন স্ত্রীকে সমুদ্রে ডুবিয়ে খুন করছিল, সেই সময় তা এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে যায়৷ সেই ভিডিও পুলিশের হাতে চলে আসে৷ এর পরেই শনিবার গৌরবকে গ্রেফতার করে পুলিশ৷ সেখানে দেখা যায়, সৈকত ঘেঁষা সমুদ্রের যে জায়গায় পাথর বেশি রয়েছে, সেখানে নিয়ে গিয়েই দীক্ষাকে খুন করে গৌরব৷ শুক্রবার বিকেলেই সমুদ্রের পাড় থেকে দীক্ষার দেহ উদ্ধার করে পুলিশ৷ তাঁর দেহে আঘাতের চিহ্নও ছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সমুদ্রে ডুবিয়ে স্ত্রীকে খুন, দুর্ঘটনা বলেও কীভাবে ধরা পড়ল গোয়ার হোটেল ম্যানেজার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল