জয়ের পর গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের মন্তব্য ‘সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছি ৷ কোনও বিধায়ক কেনাবেচা হয়নি ৷’
৪০ সদস্যের গোয়া বিধানসভায় ১৩ জন বিজেপি বিধায়ক, ৩ বিজিপি বিধায়ক, ৩ জিএফপি বিধায়ক এবং ৩ নির্দল বিধায়ক মনোহর পারিক্করকে সমর্থন জানান ৷
অন্যদিকে, পরিকরের বিরুদ্ধে ভোট দেন কংগ্রেসের ১৬ বিধায়ক ৷ এক ক্রুদ্ধ কংগ্রেস বিধায়ক ওয়াকআউট করেন ৷
advertisement
বৃহস্পতিবার সংখ্যাগিরষ্ঠতা প্রমােণর পরই পারিকর জানান আগামিকালই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে। ২৪ মার্চ বাজেট পেশ করা হবে। এদিনের আস্থাভোটে কংগ্রেসের বিশ্বজিৎ রানে ভোট দেননি। সাংবাদিক বৈঠকে পারিকর দাবি করেন, আস্থা ভোটে জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না। কংগ্রেস আগেই হেরে গিয়েছিল।
সুপ্রিম কোর্টে কংগ্রেসের দাবি ছিল, আসন সংখ্যায় তারা যেহেতু এগিয়ে, তাই সরকার গঠনের জন্য তাদেরই আগে ডাক পাওয়া উচিত ছিল। কিন্তু, রাজ্যপাল মৃদুলা সিনহা বিজেপিকেই সরকার গড়ার জন্য ডাকেন। সুপ্রিম কোর্ট পরিকরকে ১৬ মার্চ আস্থা ভোটের মাধ্যমে সমর্থন প্রমাণ করার নির্দেশ দেন ৷