গোয়া নির্বাচন কোন দল কত খরচ করেছে, নিয়ম মতো সেই হিসেব নির্বাচন কমিশনে জমা করতে হয়েছে তৃণমূল সহ সব রাজনৈতিক দলগুলিকেই৷ সেই তথ্য উদ্ধৃত করে দ্য হিন্দু-তে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়া নির্বাচনে তৃণমূল মোট ৪৭.৫৪ কোটি টাকা খরচ করেছে৷ সেখানে বিজেপি খরচ করেছে ১৭.৭৫ কোটি টাকা৷
আরও পড়ুন: রাজস্থানে বিদ্রোহ সামাল দিতে আসরে সনিয়া, গেহলট বলছেন তাঁর হাতে কিছুই নেই!
advertisement
অন্য দিকে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টিও গোয়া বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল৷ হিসেব বলছে, গোয়া নির্বাচনে আপ সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে৷ অন্য দিকে কংগ্রেসের খরচের পরিমাণ ছিল ১২ কোটি টাকা৷ শিবসেনার খরচের পরিমাণ ছিল ৯২ লক্ষের মতো৷
এই হিসেবই বলে দিচ্ছে, গোয়ায় বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি খরচ করেছে তৃণমূলই৷ যদিও ভোট বাক্সে তার কোনও সুফল পায়নি পশ্চিমবঙ্গের শাসক দল৷ গোয়ায় ২৩টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷
তৃণমূল কোনও আসন জিততে না পারলেও তাদের জোট সঙ্গী গোয়া গোমন্তক পার্টি দু'টি আসনে জয়ী হয়৷ গোয়ায় প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও৷ বাবুল সুপ্রিয়, ডেরেক ও ব্রায়েনের মতো নেতারাও গোয়ায় প্রচারে গিয়েছিলেন৷ কিন্তু খরচ এবং প্রচারে তাক লাগিয়েও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তৃণমূলকে৷