TRENDING:

Goa Election Results 2022: ফলের আগেই গোয়ায় খেলা শুরু বিজেপি-র, তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে জোর টানাপোড়েন

Last Updated:

বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা জোরালো হতেই তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে (Goa Assembly Election 2022)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমজিপি নেতৃত্ব৷ Photo-ANI
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমজিপি নেতৃত্ব৷ Photo-ANI
advertisement

বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা জোরালো হতেই তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছেন, এমজিপি তাদের পুরনো বন্ধু, সবসময়ের সঙ্গী৷ যদিও ফড়নবীশের দাবি, বিজেপি গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে৷

আরও পড়ুন: পাঁচ রাজ্যে কোথায় কাকে এগিয়ে রাখল ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস বুথ ফেরত সমীক্ষা?

advertisement

সংবাদসংস্থা এএনআই-কে ফড়নবীশ বলেছেন, 'আমি নিশ্চিত যে বিজেপি ভাল ফল করবে৷ আমাদের সঙ্গে থাকতে অনেকেই তৈরি৷ আমি নিশ্চিত, আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতাই পাবো৷'

বিজেপি-র আর এক বিতর্কিত প্রার্থী অ্যাটানসিও বাবুশ মনসেরেটেও দাবি করেছেন, প্রয়োজনে এমজিপি তাদের সমর্থন করবে বলেই তিনি নিশ্চিত৷ প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি-র সঙ্গে এমজিপি-র জোট ভেঙে যায়৷

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের জোটসঙ্গী এমজিপি এবারেও গোয়ায় কিং মেকার হতে চলেছে৷ এমজিপি নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে, সরকার গঠনের জন্য কংগ্রেসও তাদের বাজিয়ে দেখছে৷

advertisement

আরও পড়ুন: গোয়ায় বিজেপি কংগ্রেসে হাড্ডাহাড্ডি! TMC না AAP, 'কিং মেকার' কে? বুথ ফেরত সমীক্ষা যা বলছে...

২০১৭ সালে গোয়ায় সবথেকে বেশি আসন পেয়েছিল কংগ্রেসই৷ কিন্তু সুধীন দাভলিকরের দলের সমর্থনেই সরকার গড়ে বিজেপি৷ যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুর পরই ২০১৯ সালে এমজিপি-কে সরকার থেকে বাদ দিয়ে দেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ এর পরেই আর কোনওদিন বিজেপি-র হাত ধরবেন না বলে জানিয়ে দেন এমজিপি প্রধান সুধীন দাভিলকর৷ যদিও শর্তসাপেক্ষে তিনি সিদ্ধান্ত বদলাতে পারেন বলেই এমজিপি সূত্রে খবর৷ বিজেপি-কে সমর্থন দিলে তার বিনিময়ে গোয়ার মুখ্যমন্ত্রীর পদ এমজিপি দাবি করতে পারে, এমনটাই দলীয় সূত্র উদ্ধৃত করে দাবি করেছে এনডিটিভি৷ তবে এ বিষয়ে বিজেপি-র প্রতিক্রিয়া মেলেনি৷ তবে শেষ পর্যন্ত এমজিপি বিজেপি-র হাত ধরলে তা যে তৃণমূলও ভাল ভাবে নেবে না, তা বলার অপেক্ষা রাখে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

তবে তাঁর অবস্থান কী হবে, তা খোলসা করেননি সুধীন দাভিলকর৷ ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং দলের রাজ্যসভার সাংসদদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন দাভিলকর৷ তাঁর কথায়, 'তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি-র সঙ্গে অনেক কিছুই আলোচনা হয়েছে৷ কিন্তু এই মুহূর্তে আমি একটা জোটে রয়েছি, ফলে এখনই কিছু বলা সম্ভব নয়৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Goa Election Results 2022: ফলের আগেই গোয়ায় খেলা শুরু বিজেপি-র, তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে জোর টানাপোড়েন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল