TRENDING:

গো এয়ারের বিমানে বোমাতঙ্ক ! জরুরী অবতরণ

Last Updated:

গো এয়ারের বিমানে বোমাতঙ্ক ! জরুরী অবতরণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাগপুর:  শনিবার নেতাজী জন্মদিনের সকালেই ঘটে গেল বিপত্তি ৷ ভুবনেশ্বর থেকে মুম্বইগামী গো এয়ার-এর একটি বিমানে কিছু জিনিস দেখে সন্দেহ হয় এক যাত্রীর ৷ কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে বিমানটিকে নাগপুর বিমানবন্দরে জরুরী অবতরণ করেন পাইলট ৷
advertisement

২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছেন গোয়েন্দারা ৷ বিমানবন্দরগুলিতেও তাই জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ জরুরী অবতরণের পর এদিন নিরাপদেই নামানো হয় যাত্রীদের ৷ কিন্তু তন্নতন্ন করে বিমানের সমস্ত জায়গায় তল্লাশি চালালেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
গো এয়ারের বিমানে বোমাতঙ্ক ! জরুরী অবতরণ